একটি লোক দুর্ঘটনায় পথ মাঝে পরে রয়েছে,কেউ তার দিকে তাকিয়ে দেখছে না।
সেই পরিপেক্ষিতে কিছু লেখা।


“অধোঃপতন”  


সমাজ আজ অধঃপতনে, কারুর মানবিকতা বলে কিছু অবশিষ্ট নাই,
খুবলে খাওয়া সমাজ আর চির বহমান প্রতিদ্বন্দীতাই
এর প্রধান কারণ।
নিজে খেলে বাপের নাম, তাই তো কেউ চোখ মেলে দেখে না,
দুর্ঘটনায় পতিত ব্যাক্তিকে-আর সে জানে সে
কাল এভাবে পরে থাকলে, তাকেও কেউ
দেখবে না।
রক্ত আজ শঠতার গীত গায়।
হায় রে সমাজ হায় আধুনিকতা, দৃষ্টান্ত আজ পথ পানে,
পথিক এক ভেসে যায়, আহত,
রক্ত লহুর বানে।
আহা! শিক্ষা আজ আপন বোধেতে, ধিক্কারে মানবতা,
দিকে দিকে রবে রক্ত সোপানে
জীর্ণ দানবতা।
আঁখিতে সুরমা আঁকা হৃদয়েতে নাশকতা,
বিদ্বেষ বীণেতে হায় হায় রব
পথে পথে হায় দেখা।
এসো আজি রব, গাহি সে গান অশ্রুতে ভাসি,
নয়নে সুরমা নয় গো আঁকা
মানবো প্রেম ভালো বাসা-
বাসি।


“লু্ঙ্গি ডান্স-দুই”


লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স
নেপোয় মরে দই থাপাতে-নেতায় মারে ডান্স।
লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স।
লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স।
দু'ভাই-দু'দল লড়াই চলে-রাজনীতির ওই ময়দানে,
আর জনতা ঠ্যাঙ্গা লেঠেল, অশ্রুঝরা
রক্ত বানে।
নেপোয় মরে দই থাপাতে-নেতায় মারে ডান্স।
লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স।
লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স।
জিতলে এ'ভাই ও ভাই রাজা, ও ভাই যদি জেতে,
সিন্ডিকেটের রাজ মুকুটে, ধন সে অনেক
লোটে।
হার হাবাতে মানুষ গুলান-ঝান্ডা আর ডান্ডা তোলে,
বুঝবে কী আর ভাই ভাই রব
মুখোশেরই ভান্ডা গলে।
নেপোয় মরে দই থাপাতে-নেতায় মারে ডান্স।
লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স।
লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স।
কেউ তো রে ভাই-রাজ গলেতে, কেউ বা হবে কেতা,
ভাই ভায়েতে দুলছে রে ভব
নন্দী গড়বেতা।
আর শিথানে আরশি ধরা সাঁড়শীর ওই চাপাচাপি,
লোক দেখানো শঠ ছলনার-আর বাক্যের
ঠোকাঠুকি।
নেপোয় মরে দই থাপাতে নেতায় যে নেয় চান্স,
লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স।
লু্ঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স।


“ফসল”


মন মন্দির সাধন ভজন মানব প্রেমের গান,
গাইতে ধরায় দীন মজনুর
উছল ভরা প্রাণ।
মন্দির তার সড়ক শহর-নগর প্রভাত ভাতি,
জীবন করুণ দীন প্রাণে মা
নাই রে ধনে মাতি।
ঝুপড়ি ঝাপা কানায় কোণে-জীবন গরল অতি,
শর শরাবী প্রাণ ধন তার
জীর্ণ মতির পতি।
দায়ভার মা মন্দিরে নয় সেই পানেতে চাই,
মানবতায় গড়তে ফসল, বস্তিতে মা
যাই।
ওইখানেতে মন্দির মা-মসজিদ আর গির্জা রে,
উন্নয়নের ফসল সোনা, তুলে দিতে
ওদের ঘরে।
মান নে করিস মন্দির নয় মসজিদ নয় থান,
মা'গো ও'মা শক্তি দে না
গাইতে মানব গান।