"বদল"


বাদল হাওয়ায় বদল গীতে মাদল বাজে মাভৈঃ,
ঢ্যান কুরা কুর বাদ্যে লগন
নিশান পথের রব ওই।
আঁচল শাড়ির আর না ঝোলে ওড়না ওড়ে নাকো,
নাগর নাগর ডাগর সে গান
শুধুই চেয়ে থাকো।
বক্র দেখা বক্র শোনা তির্যকেতে মারতে তীর,
রাস্তা ঘাট ট্রাম বাসেতে, ধেরে খোকা
আস্ত বীর।
বদলে গেছে দৃষ্টি আঁখি-কাম রতি আর ধন,
আহা! ধর্ষণ আর খুন খারাবি
ধনুক ভাঙা পণ।
আসতে বদল যাইতে বদল উড়তে বদল প্রাণ,
নিশীথ রাতে শরাব পানি, আর
ননদীর গান।
ঘূর্ণিপাঁকের চর্তুদোলায় ঘুরতে থুরি মতি,
আর হায়েনার বায় বাতাসে
দারুন ভীমরতি।
বদল!বদল!বদল!
বাদল হাওয়ায় বদল গীতে মাদল বাজে মাভৈঃ,
ঢ্যান কুরা কুর বাদ্যে লগন
নিশান পথের রব ওই।