“রিক্সাওয়ালা”


রিক্সাওয়ালা রিক্সাওয়ালা ভার সে তুমি টানো,
গতরখানি এদিক ওদিক
প্যাডেল পেচানো।
এই রাস্তা ওই গলিতে প্যাক প্যাক প্যাক বেলটি মারো,
কলকাতাতে প্যাডেল নাই হাত দিয়ে তাই
কাজটি সারো।
বাবুমশাই বিবিসাহেব রিক্সা তোমায় ডাকে
এই রিক্সা আয় দিকিনি-
এমনতরো হাঁকে।
পা দুলিয়ে হেলে দুলে আরাম করে যায়
পাইসা দেবার সময় তারা-
বেদম চ্যাচায়।
চড় থাপ্পর কটু কথায় বিঁধতে তারা বাধে না,
মদ সিগারে পাইসা ওড়ায়-
তোমার কথা ভাবে না।
রিক্সাওয়ালা রিক্সাওয়ালা বিবি তোমার কাজের ঝি,
আর পোলাপান ঝুপড়িতে রয়-
তোমার আবার মানটা কী!
জানটা দিয়ে যানটা টানো-যন্ত্র তোমার দেহখানি,
খাও তো পচা সস্তা খাবার-কামাও তো ভাই-
দু'চার আনি।
বাবুসাহেব বিবিমশাই নিত্য তারা ঝগড়া করে,
দু'পয়সা তোমায় দিতে-হৃদয় ওদের
পুড়েই মরে।
দুর ছাই পাশ বলছি কী'যে-তোমার আবার দামটা কী!
দামড়া বলদ ভাবলে তারা-মরম তোমার
মরে কী!
এটাই রীতি রিক্সাওয়ালা বড় লোকের হৃদয় নাই,
রিক্সাওয়ালা মান কোরো না-তোমায় সেলাম
আমি জানাই।


“সঙ্গীত”


অম্বুদে আজি সিক্ত ধরনী রিক্ত প্রাণের ব্যথা,
বিরহী প্রাণেতে বেদনার গীতি
যুদ্ধের ইতিকথা।
জলধীর প্রাণ দিগন্তে আজি হলাহলে যায় বয়ে,
মর্মরে প্রাণ কেঁদে কেঁদে ওঠে
প্রহর কাল ও লয়ে।
মহাকাল আজি প্রলয়ে মাতিছে ধ্বংসেতে লীন,
ঘূর্ণির পাঁকে বেণী কুন্ডল আঁকে
ভাবলেষ হীন।
মানুষে মানুষে বিভেদের গান হিংস্র শ্বাপদ নাদ,
প্রলয়ো রচিতে ধ্বংসের গীতে
বিষাক্ত ফরিয়াদ।
কাম ও রতি বাসনার ঢল, ছল ও কপট মতি,
হিংসা ও দ্বেষ জর্জরিত, ভেক ধর্মেতে
মাতামাতি।
সিন্ধুর বারি লহুত সোপানে লোহিত বরণ ধারা,
ধরনীর প্রাণ জীর্ণ বেশেতে, আজিকে
দিশেহারা।
বাতাস আজিকে রুদ্ধ দুয়ারে হরণ করিতে প্রাণ,
কল কাকলিত নাই সে বিহগ
তরঙ্গে ধরা গান।
জীর্ণ সোপানে কেঁদে ওঠে মন চমকিত হৃদ,
পথে পথে তাই গান গেয়ে যাই
মানবতা সঙ্গীত।


“উপমা”


ও আমার দেশের মাটি রক্ত দিয়ে রক্ষা করি,
বক্ষে আমার সে বল মা, জীবন দিয়ে
লড়াই করি।
মা তোর দুঃখ কোথায় বল, জওয়ান মোরা,
সবল মোরা, এই ধরনীর
তল।
গগন তলে বাজাই মাদল, মুষ্টি ধরি প্রাণ,
ঘর বার মা দেশের মাটি
দেশের ত'রে গান।
পল পলেতে ঘর পরিবার, কাঁদতে থাকে মা,
আর পূজাতে হৃদয় ধরে, ওদের
নাইকো উপমা।
হর হপ্তা ওদের ও মা-চিঠির অপেক্ষা,
নীল খামেতে ভাসাই ভেলা
আর সে প্রতিক্ষা।
প্রাণটি যদি গেলই মা'গো আজ সে দেশের ত'রে,
কাঁদবি নে মা, ভাসবি না তুই
দুঃখ চোখের জলে।
দেশের মাটি আসল খাঁটি বক্ষে ধরি মা,
মা'গো আমার গর্ব অনেক, তোমার,
নেইকো উপমা।