“আশারাম বাপুরে”


আশারাম বাপুরে
ঝুমু ঝুমু নূপুরে,
আয় বাবা দেখে যা
জেলে খুলে
ঝাঁপিটা।
সেখানেতে এ সি নাই
মালকড়ি দেশী নাই।
মিঠে কড়া পাবি না
সুরা ভাঙ খাবি
না।
করিস না ফোঁস ফাঁস
মারবে রে ঢুস ঢাস।
আনবে রে জ্যান্ত
তেল দেওয়া
যন্ত্র।
তেড়ে মেরে ডান্ডা
করে দেবে
ঠান্ডা।


“পরিবর্তন”


বিবর্তনে উন্নত হয় নব গুণে ঋদ্ধতা,
তারই কূ-বাসে আজ-সমাজের ক্ষয়
অসুখের বারতা।
বিকারে আজিকে বিকার হেলায় ভাই ভাই নাই প্রেম,
নাই মা'য়েতে ভক্তি প্রাণে, বেদনার
লেনদেন। বেদনার লেনদেন।
রিক্ত প্রেমেতে সিক্ত ভ্রমেতে আঁখের গুটাতে প্রাণ,
শঠ ছলনায় মাতিয়া ভুবন  
দিকে দিকে শয়তান।
দেশে দেশে রাজ যুদ্ধের সাঁজ বোমার আঘাতে প্রাণ,
লহু বহে নদ ক্রন্দন নাদ
বেদনার ধারা দান।
কচি কাঁচা শিশু বৃদ্ধ যুবতী-জায়া কি'বা মাতা,
মাতঙ্গ সবে উদ্যত রবে
ধর্ষণ কতকথা।
বিকারে আজিকে বিকার হেলায় ভাই ভাই নাই প্রেম,
নাই মা'য়েতে ভক্তি প্রাণে, বেদনার
লেনদেন। বেদনার লেনদেন।
বিবর্তন,বিবর্তন,বিবর্তন
নাহি নাহি নাহি, নাহি চাহি কানু-চাই
পরিবর্তন।


“উদ্যম”


হিম্মত আর লগন দিশা-ঘুচায় অপনাম,
কর্মে মেতে ধর্মে যারা,
হয় না বদনাম। হয় না বদনাম।
লৌহ সম কঠিন হৃদে সইতে দরদ ব্যথা,
ঝাপ দিয়ে সে উদ্যমেতে
লিখতে কতকথা। লিখতে কতকথা।
গড়তে আপন ভাগ্য নিজে-দেয়নি ভগবান,
গড়তে আপন ভাগ্য নিজে-দেয়নি ভগবান,
দুসতে তারা দুঃস্ত মতি
নিম্নে ধরা প্রাণ। নিম্নে ধরা প্রাণ।
কর্ম দিশায় প্রাণ মিলে দাও চাকর হয়ো না'কো,
গড়তে আপন জীবন যাপন
তুলতে মাথা শেখো।তুলতে মাথা শেখো।
শিল্প গড়ে ক্ষুদ্র করে বিন্দুতে আসমান,
সিন্ধু গড়ে মিলতে সাগর
স্বাধীন দিশায় প্রাণ। স্বাধীন দিশায় প্রাণ।
গড়তে আপন ভাগ্য নিজে-দেয়নি ভগবান,
দুসতে তারা দুঃস্ত মতি
নিম্নে ধরা প্রাণ। নিম্নে ধরা প্রাণ।
হিম্মত আর লগন দিশা ঘুচায় অপনাম,
কর্মে মেতে ধর্মে যারা,
হয় না বদনাম। হয় না বদনাম।