“কথা কিছু কিছু”


কথা কিছু কিছু-সয়ে নিতে হয়-সখী-
মনে নিতে হয় না,
কথা কিছু কিছু মেনে নিতে হয়-সখী-
পিছু পানে চায় না। পিছু পানে চায় না।
কথা কিছু কিছু-জলে ফেলে দাও সখী
জালেতে-ওগো বুনো না,
কথা কিছু কিছু-হৃদে ধরে নিতে হয়
প্রেমের ধারাতে প্রাণ বহনা।
ছলাতে ছলাত-তরঙ্গে গতি-ধরি আসমান,
আসমানী রং প্রেম ভরা হৃদ
গুলাবী প্রেমের গান।
মাস্তুলে পাল হাল ধরেছি-উজান গগনে,
প্রেম সে ধারা হৃদ বয়েছি
আজ সে লগনে। আজ সে লগনে।
বৈশাখী ঝড় প্রলয় বাতাস-ধূম্র জালের র্চ্ছটা,
চাল উড়ে যায় দেওয়াল ধ্বসে
দারুন মর্ম ব্যথা।দারুন মর্ম ব্যথা।
উড়ায়ে ধূলি পথের বালি-নিশান এঁকেছি,
ভর বেদনায় অঙ্কুরে পাণ
পাতায় লেপেছি। পাতায় লেপেছি।
কথা কিছু কিছু-জলে ফেলে দাও সখী
জালেতে-ওগো বুনো না,
কথা কিছু কিছু-হৃদে ধরে নিতে হয়
প্রেমের ধারাতে প্রাণ
বহনা। প্রেমের ধারাতে প্রাণ বহনা।
কথা কিছু কিছু-কথা কিছু কিছু।


অ ফুলি রে!


অ ফুলি রে!
হায় রে হায়! পরান গেল-দুঃখে মোর মরিয়া,
ধেরে খোকা ক্যামনে বলি
প্রেম দিব তাজ
ভরিয়া!
উছল গাঙে বাঁধ ভাঙা দিন-কইতে পারি নাই,
বাসর বাড়ি বাজনা তারি
স্বপ্ন ধরি
তাই।
হায় রে হায় পরান জে মোর-দুঃখে তারি জ্বলিয়া,
ক্যামনে কই ধেরে খোকা
আয় রে গলায়
ঝুলিয়া! আয় রে গলায় ঝুলিয়া!
অহন আর নাই রে পল-বুলবুলি তুই শিষ বাজালি,
নধর প্রেমে ডুবছি রে ভাই
ধেরে খোকা
কাঙালি!
অ ফুলি রে! অ ফুলি!
হায় রে হায় পরান গেল-দুঃখে মোর মরিয়া,
ধেরে খোকা ক্যামনে বলি
প্রেম দিব তাজ ভরিয়া!
প্রেম দিব তাজ
ভরিয়া!


“অগ্নি”


কিছু বর্বর আদমখোর মানুষের জন্যে
সমগ্র মানব জাতি আজ জাতাকলে,
আসুন মুষ্টি ধরি হাত, পণ করি মন
পাঠাই তাদের
রসাতলে।
আজিকে প্রাণের বাঁধ ভেঙেছে অগ্নি জ্বালে শিখা,
রাখব না আর নামটি নিশান
হায়েনার রূপোরেখা।
আয় মিলে দি মানবতার ঝাঁপির তলে প্রাণ,
রইতে জীবন মানবো না আর
দানবতার গান।
রুক্ষ যারা পাষাণ কঠিন রক্ত ঝরায় হৃদে,
বধ্য আজি বধ করিবো-খল সে
অপরাধে।
জাগলি কি'রে মানব মতি ধরতে মানব গান,
সইব না আর, বইব না আর
শতেক অপমান।
আজিকে প্রাণের বাঁধ ভেঙেছে অগ্নি জ্বালে শিখা,
রাখব না আর নামটি নিশান
হায়েনায় রূপরেখা।
আয় মিলে দি মানবতার ঝাঁপির তলে প্রাণ,
রইতে জীবন মানবো না আর
দানবতার গান।দানবতার গান।