“ম্লান”


আজিকে শ্রাবণ ঘন-তুমি নেই পাশে-
কান্নায় ঝরে প্রাণ
জীবন আমার পাশার খেলাতে
রক্ত লহুতে ম্লান।
তুমি ছিলে সই প্রাণের ধারায় বিহঙ্গ কলরব,
তুমি ছিলে সই হৃদ প্রাণেতে
দেবতারই অবয়ব। দেবতারই অবয়ব।
তুমি ছিলে সই-তুমি ছিলে সই-
দেবতারই অবয়ব।
আজিকে প্রাণেতে বেদনার গান-অশ্রু ঝরিছে বহু,
হায়েনার দল হাঁকারির বোলে
কেড়ে নিতে মান-ইজ্জত
লহু।
তপ্ত ধরাতে রক্ত লহুতে কামুক সে আহ্বান,
কেঁদে ওঠে হৃদ অঞ্জনে তমা
কম্পণে হৃদমন।
আজিকে শ্রাবণ ঘন-তুমি নেই পাশে-
কান্নায় ঝরে প্রাণ
জীবন আমার পাশার খেলাতে
রক্ত লহুতে ম্লান।


“দাম”


আজ সোপানে রক্তের গান সাম্যতারই অঙ্গনেতে,
আজ সে লড়াই হাতে হাত দি
বিপ্লবেরই প্রাঙ্গণেতে।
মুষ্টি ধরা পণ সে হৃদে সাম্যতারই গানটি গাই,
প্রাণ মিলে দি তপ্ত লহু, শ্রম সে মোদের
মূল্য চাই।
গড়তে মোরা দেশ ও নগর নাগর মিলি শ্রম,
শোষণ আর বঞ্চনাতে, দিস না রে
তার দাম।
আকাশ কুসুম সুখ পানেতে নাই রে ধরি সাঁজ,
দে না মোদের ক্ষুদ্র কণা
ধরতে ধরায় লাজ।
মূল্য শ্রমের নাই দিলি রে করলি অপমান,
স্বর্ণ কমল তাজ মহলায়, আজ-
করবো অভিযান।
মুষ্টি ধরা পন সে হৃদে সাম্যতারই গানটি গাই,
প্রাণ মিলে দি তপ্ত লহু, শ্রম সে মোদের
মূল্য চাই।
আজ সোপানে রক্তের গান সাম্যতারই অঙ্গনেতে,
আজ সে লড়াই হাতে হাত দি
বিপ্লবেরই প্রাঙ্গণেতে।


“অ মা গো!”


অ মা গো! বুলবুলি তুই কই গেলি
হেতাক পানে চা'না ভাই,
ছন্দ নিয়ে খেলা-খেলি
কথাকলির হচ্ছে
জবাই।


আর ছন্দ আমার পিছে
আট ছয়ের ধাক্কা রে,
কথাগুলির দাম নাই শুন
নাইরে কোনও মূল্য
রে।


অ মা গো! বুলবুলি তুই কই গেলি
হেতাক পানে চা'না ভাই,
ছন্দ নিয়ে খেলা-খেলি
কথাকলির হচ্ছে
জবাই।


“মূল্য”


শ্রমের বিরোধ শ্রমিক নহে শ্রমের মূল্য চাই,
কারখানা কল ফ্যাক্টরিতে
আট ঘন্টা ভাই। আট ঘন্টা ভাই।
জীবন দেশে মানুষ ভেষে ভাবতে তুলি রব,
শোষন আর বঞ্চনাতে, হীন সে
মালিক সব।হীন সে মালিক সব।
ওদের ধরা সোনায় মহল মজদুরিতে মোরা,
গড়তে ওদের সাতমহলায়  
স্বর্ণমুকুট ঘেরা।
চাইনে রে ভাই ধনের পতি-চাইনে হীরে মোতি,
জীবন ধারণ করুণ মোদের
চাইনি তো হাত পাতি।চাইনি তো হাত পাতি।
শ্রম দিয়ে ধন হক সে মোদের ছিনিয়ে নেবই আজ,
মঞ্জিলেতে সাতমহলায় খেলতে রে আজ
বাজ।খেলতে রে আজ বাজ।
বাজতে বীণে সাম্যগাঁথা শৃঙ্খলেতে হাত সে ধরি,
উসুল আজি করবো রে ধন
মোদের মজ-দুরি।
জীবন দেশে মানুষ ভেষে ভাবতে তুলি রব,
শোষন আর বঞ্চনাতে, হীন সে
মালিক সব।হীন সে মালিক সব।
শ্রমের বিরোধ শ্রমিক নহে শ্রমের মূল্য চাই,
কারখানা কল ফ্যাক্টরিতে
আট ঘন্টা ভাই। আট ঘন্টা ভাই।