“লুঙ্গি ড্যান্স”


লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
এ পাড়াতে নাম করেছে ভজন কাকুর ব্যাটা,
পিছে তার ওই-চামচার ঢল
কার সে বুকের পাটা।
পাঁঠা রে পাঁঠা। বুকের পাটা।
চামচার দল দোল দোলেতে, পাঠিয়ে দেবে যম,
হাত ভাঙবে পা ভাঙবে, মারবে
দম্মাদ্দম।
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
আরে আরে! যাচ্ছিস কই! ভজন কাকুর ব্যাটা আছে,
এই গলি না সেই গলিতে, যাস না ভাই
ধারে কাছে।
লুঙ্গি খুলে তবলা বাজায় যা কিছু নেয় ছিনে,
হাঃ হাঃ হাঃ, পুলিশ সালিস-হাকিম হুঁজুর
ওর সাথে পারবি নে।
শ'খানেক ওর চামচা ঘোরে-বাস ট্রামেতে নেয় রে চান্স,
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
জবাই তোরে কববো রে ধন-বঙ্গতে মোর রঙ্গ চলে,
আর ইয়াবো মদ নেশা ভাঙ
পুলিশ আমার পদতলে।
পাইসা দি ভাই! পাইসা দি!
পা'য় না সাধি মাথায় রাখে, দম যেখানে মারবো ফুঁকে,
আব্বে! কর না শত-কল না যত
আসবে না'রে ধারে কাছে।
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
এ পাড়াতে নাম করেছে ভজন কাকুর ব্যাটা,
পিছে তার ওই চামচার ঢল
কার সে বুকের পাটা।
পাঁঠা রে পাঁঠা। বুকের পাটা।
চামচার দল দোল দোলেতে পাঠিয়ে দেবে যম,
হাত ভাঙবে পা ভাঙবে, মারবে
দম্মাদ্দম।
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,
লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স,


(একটি বস্তির মেয়ের করুণ সত্য কাহিনী। তার ভাই-এর অনুরোধে এ লেখা)
“কালো মেয়ে”


কালো মেয়ে তাকে নেবে কে!
ভৈরব গেয়ে যায় গান,
কালবৈশাখীর আমন্ত্রণে
আসিল শুভ-
ক্ষণ।
সেদিন কী সে জানিত-   
নিপীরিত হবে কণা,
পণের আঘাতে জর্জরিত
একটি শিশির
কণা।
আকাশেতে চাঁদ কলঙ্ক লেপে
জানি নাই তার দেশ,
মুখোসের আড়ালেতে লুকায়িত ছিল
খলতার হীন
সন্দেশ।
গগনেতে আশ কান্নাতে ভাষ
গরল সে আভরনে,
ধিক্কারে প্রাণ ভিক্ষারি গান
চায় সে ধনের
পানে।
গঞ্জনা তার নিত্য ভূষণ
দৈহিক নিপীড়ন
নিষ্পেষিত রক্ত সোপানে
কান্নাতে ঝরে
প্রাণ।
সহেনা যাচনা কালো মেয়ে সে
জীবনেতে নাই গতি,
না রহে তার মুক্ত বাতাস
জীবন চাহিল
মুক্তি।
আঁধার ঘনায় ঝড় বয়ে যায়
ভৈরব ডাকে কাল,
কালো মেয়ে সে ফাঁসির দড়িতে
রচিতে তাহারি
ভাল।


“নানিগো”


পলে পলে নানিগো
প্যাদায় তোমায় নানাগো,
পল ভর সুখ-নাই গো তোমার
পায় যে আমার কান্না
গো।
পাতিল ভরা নানার চোনা
পারলে যোগার কর,
পাদরি এক আসছে গাঁয়ে
পারলে পায়ে
পরো।
পা দিয়ে লিখেন তিনি
পল ভরেতে বশ করে,
পায়ের তলে পরবে নানী
পাইসা দেবে আদর
ধরে।
পাল তুলে সেই নানার চোনা
পক করে সে-তুক দেবে,
পাগল নানা পল ভরেতেই
পাদরি সে তার বশ
হবে।
পাইসা যোগার কর নানী
পই পই তাই কই,
পকেট গরম করো আমার
পাদরি ধরে
দেই।