“পণ”


মাদক নিত্য নিচ্ছে জান-সমাজ জীবন হচ্ছে করুণ,
গর্জে উঠুন আর প্রতিবাদ, পণ সে আজি
শক্ত ধরুন।
মদত যারা দিচ্ছে মাদক, আর বখরা নিচ্ছে ভাতা,
ভূত তারা আজ সর্ষে মাঝে
তারাই মাদক মদতদাতা।
চোর পুলিশে শক্ত বাঁধন, চলুন আজি ভাঙতে রাজ,
আর অবরোধ পুলিশ ফাঁড়ি, ওদের মাথায়
ফেলতে বাজ।
চৌকি থানা দেই পুড়িয়ে, হস্ত তাদের দেই মুড়িয়ে,
মারের চোটে নাঙ্গা হাটে, সেই চক্র
দেই গুঁড়িয়ে।
নাম ও নিশান মিটিয়ে দিতে, পুলিশ মাদক কারবারী,
চলুন আজি গর্জে উঠুন, চলুন আজি
অস্ত্র ধরি।
সুস্থ সমাজ মাদক বিহীন সুস্থ তরুণ অরুণ দল,
পণ করে নে আজ ঊষাতে, কদম কদম
এগিয়ে চল।
মাদক নিত্য নিচ্ছে জান সমাজ জীবন হচ্ছে করুণ,
গর্জে উঠুন আর প্রতিবাদ, পণ সে আজি
শক্ত ধরুন।


“কুমড়া হাটে”


আহা! পরাণ গেল গলিয়া,
বুলবুলি তুই কোথায় গেলিস
তালহাটি না
ফুলিয়া।
অরে ফুলি রে ফুলি, বুলবুলি।


খাচ্ছি কী রে কুমড়া হাটে
দামড়া বিরাল ছানা,
আর বিরানি মাংস পচা
ধেঁরে ইঁদুর
ছানা। ধেঁরে ইঁদুর ছানা।
ছানা রে বাবা! ছানা।


আর গেরোতে অসুখ বিসুখ
হায়না যে রয় বসে,
গয়না পরায় ময়না পারায়-
চাবুক মারে
কশে।চাবুক মারে কশে।


ব্যাবসা তাদের ল্যাবরেটারী
খামে পাঠায় ধন,
আর দু'কানে পরায় মালা-
ধনুক ভাঙা
পণ।ও ভাই, ধনুক ভাঙা পণ।


খাচ্ছি কী রে কুমড়া হাটে
দামড়া বিরাল ছানা,
আর বিরানি মাংস পচা
ধেঁরে ইঁদুর
ছানা।


পণ করো ভাই মুষ্টি ধরো
রেস্টুরেতে না,
আর খেলে ভাই শাক সবজি
মাংস পচা
না। মাংস পচা না।  
মাংস পচা না।মাংস পচা না।


"নেতার পাঁচালি"


জয়ো জয়ো নেতা চরা চরো সারে,
চামচাতে শোভিত মুক্তাহারে।
রক্তেতে রঞ্জিত পিস্তলো হস্তে
ভগবতী ভারতীর নেতা
নমস্তুতে।
মিছা কেন ক্রন্দন, পর নেতা বড় পিছে
আজকের সমাজের ওরা কূট কাল বিছে।
পিস্তল হস্ততে কেন বুঝো নাই কানু
সাধারণ মানুষকে-হতে হবে
নতজানু।
চামচাতে বেলচাতে কাঁমরাবে হুল দিতে
নেতা তার কাজ শুধু, জেনে রাখ কাঁটা ফিতে।
জন্মে এ ধরনীতে যদি কেতা হতে চাও
শিগগির রাজনীতি বোলতাল
শিখে নাও।
আর চাটো স্তবকেতে-দিন রাত বারে বারে-
জয়ো জয়ো নেতা চরা চরো সারে,
চামচাতে শোভিত মুক্তা-হারে।
রক্তেতে রঞ্জিত পিস্তলো হস্তে
ভগবতী ভারতীর নেতা
নমস্তুতে।