বিদ্রঃ ঝুমুর ঝুমুর কবিতাটি সবার ভাল লেগেছে তাই কবিতাটিকে ১ নম্বরে উন্নিত করলাম।


“ঝুমুর ঝুমুর”


আহা! সে যদি আসিত প্রেমের ডালিতে
সিক্ত ধরাতে আজি,
রিক্ত প্রাণেতে স্বর্ণালোকের
ঝুমুর ঝুমুর
বাজি।
ঝঙ্কারে প্রাণ ওষ্টদ্বারে
মিলন মেলায় মিলতে শিখা,
আহা! ডুমুর ডুমুর ডাগর প্রাণে
মিলন গানে আর সে
দিশা।
রূপরেখা তার অঙ্গ পানে
লিখতে গাঁথা সঙ্গোপনে,
রিম ঝিম ঝিম বাদল ধারায়
লহর উছল বইতে
প্রাণে।
আহা! সে যদি আসিত প্রেমের ডালিতে
সিক্ত ধরাতে আজি,
রিক্ত প্রাণেতে স্বর্ণালোকের
ঝুমুর ঝুমুর
বাজি।
বিজলী করক গুর গুর গুর
আর প্রাণেতে সইতে নারি,
প্রেম সে উছল কাল বয়ে যায়
আয় না সখী মিলন
গড়ি।
আজ মেঘেতে ভাঙলো রে বাঁধ
ঝুমুর ঝুমুর ঝরতে ধরায়,
আয় না সখী বাঁধ ভেঙে আয়
সিক্ত রে হই জীবন
ধারায়।
আহা! সে যদি আসিত প্রেমের ডালিতে
সিক্ত ধরাতে আজি,
রিক্ত প্রাণেতে স্বর্ণালোকের
ঝুমুর ঝুমুর
বাজি।


“শয়তান”


নব রঙ্গে ভব সাঙ্গে-ভেকধারী শয়তান,
নব্য দিশায় ছল কপটায়
ছলনায় ধরে গান।
নব রঙ্গে ভব সাঙ্গে-ভেকধারী শয়তান।
জনাব তাহার পুচ্ছ ভারি-চাল সে কুলীন অতি,
ছল কপটার বোল ফোঁটে তার
মন্দ দিশায় মতি।
ও ভাই মন্দ দিশায় মতি।
রঙ্গ তাহার বঙ্গ দেশে-ভোট আসে ভোট যায়,
জোড় করেতে জনায় জনায়
ভিক্ষা সে বাঢ় চায়।
ও ভাই ভিক্ষা সে বাঢ় চায়।
সেদিন মলিন বেশ ছিল তার দরবেশেতে প্রাণ,
গদির ভারে কুলীন সে হয়
রঙ্গেতে শয়তান।
ও ভাই রঙ্গেতে শয়তান।
জনাব তাহার পুচ্ছ ভারি-চাল সে কুলীন অতি,
ছল কপটার বোল ফোঁটে তার
মন্দ দিশায় মতি।
ও ভাই মন্দ দিশায় মতি।
নব রঙ্গে ভব সাঙ্গে-ভেকধারী শয়তান,
নব্য দিশায় ছল কপটায়
ছলনায় ধরে গান।
নব রঙ্গে ভব সাঙ্গে-ভেকধারী শয়তান।


"প্রেম"


দাবদাহে ছিল প্রাণ তোমার আগমন,
যেন তৃপ্তির সুধা-শীতল
কায়মন।
তোমারি বাহুতে সঁপিতে পরান অন্তর প্রীতি,
তোমাতে মিলিতে যুগ যুগ কাল
বেদনার প্রেম গীতি।
ঘূর্ণাবর্তে প্রবাহিত কাল মর্মর ধ্বনি রবে,
কালে কালে হায়, খুজিতে তোমায়
আর্ত সে কলরবে।
দরোগায় শির ঠুকেছি কতনা যাতনা বহিতে প্রাণ,
মহাকাল বেয়ে দেবতার দেশে
রহিনু অজ্ঞান।
ভৈরবে কাল রচিতে প্রলয় ঝঞ্জায় ঝঙ্কারে,
অগ্নিবীণাতে কূচলো বাণেতে
বিঁধেছি ওঙ্কারে।
অঙ্কুর মম বিকশিত মহি তোমারি ধ্যানেতে কাল,
দলিত মথিত বেণী কুন্ডলে
জাগাইতে মহাকাল।
দাবদাহে ছিল প্রাণ তোমার আগমন,
যেন তৃপ্তির সুধা-শীতল
কায়মন।