“মাঝি”


প্রখর তাপে কাঁপিছে মেদিনী-ধুলিঝড়ে কাড়ে প্রাণ,
খল বায়ু আজি ঘূর্ণিত রবে, গাহিতে
রোদন গান।
বেদনার গীত চঞ্চল মম অন্তর ভাবাবেগ,
রুধিত সোপানে জীর্ণ প্রাণেতে
খরো সে বায়ুর বেগ।
মল্লার গান বৈঠাতে নাই খেয়াপারে নাই মাঝি,
খ্যাপা ব্যোম আজি নিখিলো ধরাতে
রুদ্র করাল সাজি।
নিহিত গ্যুঢ় তত্বকথায় শুন হে মানব জাতি,
দূষণেতে আজ গরল বাতাস
কার্বনে মাতামাতি।
উষ্ণ আজি ধরার প্রাণে বিষাদ আবহাওয়া,
নাই ঋতু আর কোমল মতি
স্নিগ্ধ কোমল হাওয়া।
প্রলয় বাতাস প্রাণ কেড়ে তাই-তান্ডবেতে নাচে,
ঘূর্ণিঝরের কুণ্ডলী কাখ
ভয়াল গীতি রচে।
জাগতে মানুষ গান গেয়ে তাই জোড় করেতে কই,
দূষণ রোধে হৃদয় জাগাও
বাঁচতে ধরায় সই।  


“লাজ”


অন্তর মম বিকশিত করো, জ্ঞানের প্রদীপ জ্বালো,
দ'লিতে জীর্ণ পথের ধূলিতে
জ্বালিতে প্রেমের আলো।
অন্তর মম বিকশিত করো, জ্ঞানের প্রদীপ জ্বালো।
ব্যার্থ প্রনয় আজিকে ধরায় রিক্ত মেদিনী,
দিকে রবে আজ হিংসা ও দ্বেষ
কপটতা রব শুনি।
প্রলয় বাতাস গগন ভেদী আত্মশ্লাঘার বান,
হায়েনার বেশে গৃদ্ধ আজিকে
দিকে দিকে শয়তান।
অশ্রু মাতার ভগ্নীর ঋণ-সহিতে নারি সে লাজ,
হীনতার দেশে দীর্ণ প্রাণেতে
ভালেতে করাল ভাজ।
আলোর নিশান খুঁজে ফিরি পথ পান্থ অহঃনিষ,
ব্যথিত পরান শঙ্কা প্রাণেতে
হেরি সে গরল বিষ।
অন্তর সবে বিকশিত করো, জ্ঞানের প্রদীপ জ্বালো,
দ'লিতে জীর্ণ পথের ধূলিতে
জ্বালিতে প্রেমের আলো।


“প্রদীপ”
(পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্বীকারোক্তি মুম্বাই হামলায় পাকিস্তানের হাত ছিল, তার সৌজন্য এ লেখা।)


আশার প্রদীপ জ্বালি আজি শুভ লগনেতে,
ঊষার কিরণ মালা জ্বালে দীপ আজি প্রাতে।
জ্বালে দীপ আজি প্রাতে।
আশার প্রদীপ জ্বালি আজি শুভ লগনেতে।
বোধের বিকাশ দেখি-দিকে দিকে সৌরভ,
প্রদীপ্ত আলোকেতে মানবতা গৌরব।
প্রদীপ্ত আলোকেতে মানবতা গৌরব।
মানুষেতে দেশে দেশে ভেদাভেদ নাই প্রাণ,
জ্বেলে দাও তারা সবে ভালোবাসা গাহ গান।
ভালোবাসা গাহ গান।
সম্প্রীতি আবহেতে গহীনেতে জ্বালো দীপ,
উদাত্ব রবে গাহো ভালোবাসা সঙ্গীত।
উদাত্ব রবে গাহো ভালোবাসা সঙ্গীত।
নীতিহীন কোরো না'কো বিভক্ত বিভাজনে,
গাহ গান মানবেরই উদাত্ব আহ-বানে।
গাহ গান মানবেরই উদাত্ব আহ-বানে।
আশার প্রদীপ জ্বালি আজি শুভ লগনেতে,
ঊষার কিরণ মালা জ্বালে দীপ আজি প্রাতে।
জ্বালে দীপ আজি প্রাতে।