“গরিমা”
(গতকাল "সংগ্রামে" যে কুড়ানি মেয়েটির কষ্টের কাহিনী ও তার দৃঢ় প্রত্যয়ের চিত্র অঙ্কিত করেছিলাম, মন থেকে তা মুছে ফেলতে পারছি না।  তারই প্রেক্ষাপটে নিচের লেখাটি সৃষ্টি)


ও মেয়ে তোর শক্তি সোপান শক্ত হৃদয় প্রাণ,
ছোট্ট সোনা শিখিয়ে দিলি
ভালোবাসার গান।
সেলাম তোরে বক্ষে ধরি অক্ষে ধরি মা,
গাইব রে গান প্রেমের ধরা
তোর ওই গরিমা। তোর ওই গরিমা।
বাপ যে তোর ওই-দেয় না খাবার-অন্ন দু'টি দান
স্কন্ধে নিলি দায় পরিবার
কুড়ানিতে নাম।
স্বপ্ন তোর ওই ভাসতে আকাশ হৃদয় ঝরালি,
ঝর ঝঞ্ঝায় তুফান গলে
প্রেম সে শিখালি।প্রেম সে শিখালি।
তোর দুঃখে অঝোর ধারা কপোল বেয়ে যায়,
ভুলতে নারি সইতে নারি
হৃদ সে ক্ষয়ে যায়।
ও মা রে, জোড় করেতে ঈশ্বরেতে কই,
এমন তরা গড়লে কেন
বিভেদ ধরা সই।
এক সোপানে স্বর্গ দিলি নরক জ্বালা আর,
না রে কানু তোর বিচারে
নাই রে সাম্যচার।
দৃষ্টি তোর ওই করাল অতি গরল মতি প্রাণ,
নাই রে কানু ভক্তি হৃদয়
করুণ রসের গান।
ঝঞ্ঝাতে প্রাণ ছোট্ট মা'রে-স্কন্ধে দিলি ভার,
এই কী তোর ওই বিচার কানু
বিচার সাম্যতার।
ও মা রে, জোড় করেতে ঈশ্বরেতে কই,
এমন তরা গড়লে কেন
বিভেদ ধরা সই।
ও মেয়ে তোর শক্তি সোপান শক্ত হৃদয় প্রাণ,
ছোট্ট সোনা শিখিয়ে দিলি
ভালোবাসার গান।
সেলাম তোরে বক্ষে ধরি অক্ষে ধরি মা,
গাইব রে গান প্রেমের ধরা
তোর ওই গরিমা। তোর ওই গরিমা।


“মূর্ছনা”


বাসলে ভাল অন্তর প্রাণ-নাইকো ধনের মূর্ছনা,
বাসো যদি ভালো হৃদয়
সোহাগ আমার
আলপনা। বাসলে ভাল অন্তর প্রাণ-
নাইকো ধনের মূর্ছনা।
ধন গরিমায় নাইকো মতি-ফুলের সুবাস লগন ধরো,
হৃদয় আমার প্রাণ তনু মন,
আকাশ আমার হৃদয়
বড়।আকাশ আমার হৃদয় বড়।
পুষ্প দ'লে পরাগ অলি যেমন ধরে বীণ,
ধন মিতালি প্রেমের গানে
রইব না'কো
হীন।রইব না'কো হীন।
হৃদয় খেলায় বিকার হেলায় মুষ্টি ধরি প্রাণ,
জীবন দানে ধরবো রে সই
ইজ্জত আর মান।
ধন গরিমায় নাইকো মতি-ফুলের সুবাস লগন ধরো,
হৃদয় আমার প্রাণ তনু মন,
আকাশ আমার হৃদয়
বড়।আকাশ আমার হৃদয় বড়।
বাসলে ভাল অন্তর প্রাণ-নাইকো ধনের মূর্ছনা,
বাসো যদি ভালো হৃদয়
সোহাগ আমার
আলপনা।


"ভোটের গান"


রঙ্গনাথের তিনটি পোলা গৌড় নিতাই হরি,
গৌড় পাকা বোম বানাতে
মারতে নিতাই হরি।
বলো হরিবোল-হরিবোল, বলো হরিবোল,
ভোট এল যে রঙ্গ তারি
লুঙ্গি টেনে খোল।
ও ভাই লুঙ্গি টেনে খোল।
দু'চার কোটি অস্ত্র তোলা-মারতে নিতাই হরি,
রক্তেরই বান-ফিনকি ছোটে
উফ! দারুন মারামারি। ও ভাই দারুন মারামারি।
উন্মাদনায় ফুটছে রে বুক-দারুর গড়াগড়ি,
জন সাধারণ ত্রস্ত্র ধরায়
মুষ্টি প্রাণে ধরি।ও ভাই মুষ্টি প্রাণে ধরি।
বলো হরিবোল-হরিবোল, বলো হরিবোল,
ভোট এল যে রঙ্গ তারি
লুঙ্গি টেনে খোল।
ও ভাই লুঙ্গি টেনে খোল।
রঙ্গনাথের তিনটি পোলা গৌড় নিতাই হরি,
গৌড় পাকা বোম বানাতে
মারতে নিতাই হরি।
বলো হরিবোল-হরিবোল, বলো হরিবোল,
ভোট এল যে রঙ্গ তারি
লুঙ্গি টেনে খোল।
ও ভাই লুঙ্গি টেনে খোল।