Sanjay Karmakar
  · Jusltpo1 h8n58omre40d35aw  ·
Garlands of love


In the garland in my mind, in fragrance of rose
as much as I wanted her I got pain much more,
kneel in bed to her soul in thirst of love
I had gone to her
shore.
In her lotus like eyes, I thought paradise
I could never guess all it was mise,
I wanted her I got pain
again and again
it was a desert not in rain.
She was boast, her mind was full of arrogance
my heart defeated over and again by her nonsense
she was obsessive but there was
no tune of love in that
trench.
Venom carried by that flow burnt my heart and soul
tears drooped down, tone of despair spread in the sky
in such a
foul.
In the garland in my mind, in fragrance of rose
as much as I wanted her I got pain much more,
kneel in bed to her soul in thirst of love
I had gone to her
shore.


মূল কবিতা


গীতিকাব্য,"মণিহার"
- সঞ্জয় কর্মকার


মণিহারে মন মননে আমার গুলাবের সমাহারে/ পেয়েছি যাতনা চেয়েছি যত না/ চেয়েছি যত না তারে।
নতজানু তার বালুকার চর/ মরুভূমি ময়দানে/ পিপাসার সনে সিঞ্চনে প্রেম/ গিয়েছি তাহার দ্বারে।
দ্বারকার দ্বার ভেবেছিনু তার/ পদ্ম যুগল আঁখি/ ভাবিনি এ মন পরম সে ধন/ সাবেকী সকলি মেকি/ সাবেকী সকলি মেকি।
মণিহারে মন মননে আমার গুলাবের সমাহারে/ পেয়েছি যাতনা চেয়েছি যত না/ চেয়েছি যত না তারে।
আত্মশ্লাঘার / আতুর সে দ্বার/ মর্মরে হৃদ তার/ কাছে গিয়ে তার/ হৃদয় জমিন/ হেরেছি গো বার বার। হেরেছি গো বার বার।
গোপনে স্বপনে সে বীজ রোপনে/ ছলনা যথায় প্রাণ/ প্রণয় যেথায় নাই মদিরায়/ নাই সে নদের গান।
সে নদ বাহিত /হলাহলে তার/ হৃদয় গিয়েছে পুড়ে/ দু চোখ বাহিত অশ্রু আজিকে/ গগনে নিনাদে সুরে।
নতজানু তার বালুকার চর/ মরুভূমি ময়দানে/ পিপাসার সনে সিঞ্চনে প্রেম/ গিয়েছি তাহার দ্বারে।
আত্মশ্লাঘার / আতুর সে দ্বার/ মর্মরে হৃদ তার/ কাছে গিয়ে তার/ হৃদয় জমিন/ হেরেছি গো বার বার। হেরেছি গো বার বার।
মণিহারে মন মননে আমার গুলাবের সমাহারে/ পেয়েছি যাতনা চেয়েছি যত না/ চেয়েছি যত না তারে।