Sanjay Karmakar
13 hrs  ·
মানবতাবাদী লেখা,"ঘাটের মরা"


ঘাটের মরা
সবাই হবো,
যতই করো
খাবো খাবো।


হীরে মোতি
গয়না গাটি,
মহেশ তলার
ভিটে মাটি;


এপার গ'লে
ওপার গেলে,
সবই তো ভায়
রইবে পড়ে।


কার লাগি ঐ
ভাজছো খই,
পুণ্য কিছু
সঙ্গে লই।


একটি পণ
বলছি শোন,
মানবতার
বীজটি বোন।


জীর্ণ যারা
সমূল হারা,
তাদের তরে
উঠে দাঁড়া।


জমবে কিছু
পুণ্য পিছু,
সাধ্য সাধে
উপর নিচু।


সে ধন যাবে
মুক্তি পাবে
জান্নাতে কই
স্থানটি হবে।