Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · No9vem1ber l4pit tat 71o1:e4f2d7l0 3A13M  ·
"প্রেমের দম"


কস্স টা কী ইতনা বহর! লম্বা তোমার প্রেমের ভাই
আদিম কালে নাম লিখে আজ, সোহাগ সে তা খুঁজছো রাঈ?
সাবাস সাবাস সালাম তোমায় আমার তো ভায় পাল্টে যায়
আজ যে রাধা কাল সে গাধা নিত্য নতুন আসতে রয়।
রইতে ধরা অবাক করা কারাবাসে নাই রে কাম
কামুক আজি কলির সে রাজ-নাই রে প্রেমের ইতনা দম।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · Nov1pembfer 84 uiat 1f21:o426 AM5di  ·
"মমতাজ"


আজ সে নদ-নদীর স্রোতে, পানার চলে রাজ
ক্লিষ্ট ধারায় বইছে ধরায় নাই সে অমল সাজ।
প্রেম যমুনা তার সে করাল-চিত্র সে তার কালো
কলির সাজে,তার সে রাজে নাই সে মমতাজ।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · NtoSv0me94pmbe5nr u74t 0cat m11d:411 A6M  ·
"ঘোড়ার আস্তাবল"


সত্য ইহাই ডালের বড়া চিংড়ি মাছের ঝোল
চাঁদ দেখোনি আজ আকাশে পাল্টে গেছে ভোল!
জামদানী আর জবর গায়ে-রং তোলে না খাসা
টুকরা ফালি কাপড় গায়ে পথ আর ঘাটে ডাসা।
প্রেমের তুফান হর এক গলি; গলায় গলায় চলে
ইধার উধার হচ্ছে রোজ ওই, নানান ছলে বলে।
জেটের গতি হোক না ক্ষতি আকাশ কী বা জল
আজকে সমাজ না রয় মানুষ; ঘোড়ার আস্তাবল।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · Nov1pembfer 84 uiat 1f21:o426 AM5di  ·
"হরা ভরা ক্ষিতি চাই"


কী যে কই ভাবি তাই লিখে ফেলি কবিতাই
আজি ধরা মাতোয়ারা আগুনের ই রং-এ ভাই।
আগে পিছে হিংস্রতা ক্রূরতা সে সীমাহারা
বন্য সে রণ ছাড়ি -হরা ভরা ক্ষিতি চাই।


লেখাটির বিশেষত্বঃ বিভিন্ন সময়ে লেখা হলেও চারটি লেখা মিলে একটি লেখা হতে পারতো।