(কবিতাটি ছোট্ট খোকা কবি রুহানের প্রতি উৎসর্গীকৃত)


এক যে ছিল ঘোড়ার ছানা
ভীষণ রকম দুষ্টু ভায়া,
তার ছিল না কারুর প্রতি
একটুকুন ই দয়া
মায়া।


মারতো লাথি যাকে তাকেই
যে যেত তার পাশেতেই,
কেউ পারে নি আনতে তাকে;
তুক তাকেতে বশে-
তেই।


সেই দিনেতে সিংহ মামা
দেখলো তারে নাদুস নুদুস;
লাফিয়ে ধরে ঘাড় মচকে
ফিরিয়ে দিল তার ই
হুশ।


হুশ ফিরলে হবেই কী বা
এখন সে তো হাড্ডিতেই,
বনের পথে ছড়িয়ে আছে
কর্ম যেমন ফল ও
সেই।