"জন্মদিনের উপহার"


একটি বছর কথায় কথায় হয়েই গেল পার
আজ বিকেলে সুরের দোলে; দিলেম
মণিহার।
জীবন যেমন নদীর মতই স্রোতেই যেমন চলে
আকাশ তারা মাধুর্য তেই; যেমন কথা
বলে।
আসবে যাবে বছর গুলি মুখর জেনো ধরা
মানব হিতের পরম হৃদয়; সোনার তোমার
গড়া।
সেই দিশাতে পরাগ অলি গুঞ্জনেতেই গায়
জন্মদিনের সুবাস ধরা; অমর
বারতায়।


দিক দিগন্ত চক্রবালে ছড়িয়ে পরুক;
সুখ শান্তির উল্লাসময় ধ্বনি রব
প্রভাতিক মাঙ্গলিক গীত বাদ্যে মুখর হোক স্বপ্নালোক।
মাধুরী বিতানে হেসে উঠুক সহস্র লাস্যময় কলির শৃঙ্খল
অনাবিল আনন্দে ভেসে যাক ধরা।
প্রশান্তির বাতাবরণে প্রেম আর ভালোবাসায়
সিক্ত হোক অঞ্চল।
শুভ জন্মদিন। হ্যাপী
বার্থ ডে।


“পুঁই থেকে পালং”


পুঁই থেকে পালং
পুরী থেকে ঝালং,
ডিসটেন্স কম নয়
ভেরি ভেরি লং।


তাই যত ফন্দি
আঁটে পচা নন্দী,
যাদু টোনা করে বলে
করবেই বন্দি।


“ভুলো না”


করোনার ভয় ভীতি দিকে দিকে কান্না
দরোগায় মাথা ঠুকো দাও আজ ই ধর্ণা।
মুখ ঢাকো মাক্সে
ছোট ছোট টাক্সে,
মন দিলে অতিশয়; পেয়ে যাবে করুণা।


বারে বারে হাত ধোও সাবান ও ডেটলেতে
কুনুই এ তে হাঁচি কাশি শুনো বলি পার পেতে।
রণে দাও ভঙ্গ
ছাড়ো দশ সঙ্গ,
পারো জুদি ঘরে থাকো ঠুঁটো হয়ে দিনে রাতে।


জরি বুঁটি জাদু টোনা; করোনাতে মানে না
অসুদের শাসানিও কানেতেই তোলে না।
সে যে বড় বিভীষিকা
নাই কোনো তার টীকা,
তাই দূরে থাকতেই; বাপু তুমি ভুলো না।


“শিক্ষা”


শিক্ষা মানে সম্পৃতি ভ্রাতৃত্ব মানবিকতা
শিক্ষা মানে জীবনের ময়দানে সাম্যতার বীজ বোনা;
শিক্ষা মানে বিনয়, সম্পৃক্ত হৃদয়
কলুষতা হীন ভাবনা।