Sanjay Karmakar
10 hrs  ·
"গিন্নির সিন্নি"


হায় হায় প্রাণ যায় মরমেতে মরিয়া
কেন ছিপ ফেলে নারী টুঁটি চাপি ধরিয়া।
খরদহ হতে গ্রাম উলু বাঁশবেড়িয়া
খালা চাচা হাঁড়িচাচা পোস্তা ও গড়িয়া।
সব খানে মানে মানে বলোহরি ধ্বনি ভাই
নীরবেতে বারি ঝরে হৃদে নাই রোশনাই।
খালু বলে দোষ কি গো সুর কেন কান্নার
কাম কাজ নাই কি গা দোষ ধরো রান্নার।
ও লো হরি কয় কি রে! শ্বাস গেল উড়িয়া
বাঁশবাড়ি হতে গ্রাম হাওড়া ও বেড়িয়া।
ম'লো ম'লো টলমলো কশেরুতে টানাটানি
বেঁকে গেছে শিরদাঁড়া সবেতেই হানাহানি।
সবজিতে আলু ভালো ঘুলে মিলে সবখানে
বিবি কিগো সেই ভাঁও আসো দেখি ময়দানে।
রুটি কেনে গোল হয় পরোটা তো তিন কোণা
হায় রাম বলে কি গা হলি কি গা রাত কানা।
কানাকানি টানাটানি চলছে রে চলবেই
গিন্নির সিন্নিতে প্রাণ সে তো ঢলবেই।
থানার ঐ বড় লাট খিচখিচে স্বভাবেতে
কেন ভাই হবে না-রে, বাড়ি গেলে ঝ্যাটা জোটে।
বউ তার উড়া উড়া ঘরে মন নাই তার
বলে শুধু চলো যাই বাজার বা নদী পার।
পাড়াপাড়ি পীড়াপীড়ি চলে রোজ হর পল
দারোগা তো পারে নাকি! তাই তার এই হাল।
হাললের দুলালের পোলাপান দুই খান
আয় তার বেশি নয় ঘর চলে টান টান।
তার পরি বিবি তার মখমলে খানদানী
তারে পুষা বাপ ওরে! দুলালেতে টানে ঘানি।
ঘন ঘন মার খায় যারে কয় প্যাদানী
রণ তার চলে রোজ-ই শরমেতে পানি পানি।
আরো কত শত বীর বাহিরেতে পালোয়ান
ঘর তলে বোলতালে হয় রোজই খান খান।
আরু কিছু বলি নাকি? এখানেই আজ তক
ওই দ্যাখো বড় বাবু একা করে বক বক।