Sanjay Karmakar
badge icon
Founding Members
  · Just now  ·
"গোলাপ কুসুম"
.
গোমড়া মুখে কেনই বসে প্যাচার মত মুখ করে
মন কি নাই ঘর বসতে রাগ করেছো খুব করে?
তা করেছো বেশ করেছো রাগলে তোমায় লাগেই ভালো
অনেক হলো এবার চলো রাতের বাতি জ্বালতে আলো।
তোমার বিনে রাত যে আঁধার; ভীষণ রকম ঘোর কালো
সোহাগ বিনে্ হয় যে বিকট; এবার তো ভাই মন ভোলো।
চাইলে কি আর আকাশ তারা বলোই ওগো যায় কি পাওয়া!
ভাত কাপড়ে বেশ তো আছি, স্বপ্ন বৃথাই আকাশ চাওয়া।
নাই বা পেলেই গোলাপ কুসুম, মহল গড়া গগন ধরা
সাধের কুটির ছায়ায় তারি; সৌধ সে যে প্রেমের গড়া।