“গড়”


যে একতা যেই ধর্ম বিভেদতা সঙ্কীর্নতার উব্ধে উঠে সমগ্র মানবজাতি হরিহর আত্মা আজ, ভালোবাসা প্রেমের যে গড় আজ স্থাপিত তাবত বিশ্বে, বিশ্ব বিধাতার কাছে আজ প্রার্থনা করি সে গড় যেন তিনি অমর করেন এ বিশ্বে। মানুষ যেন আর কোনও দিন হিংসা বিদ্বেষ বিভেদতার বিষ বাস্পে জড়িয়ে নিজেদের কলুষিত না করে, সে প্রার্থনা করি।


শঙ্কা আজিকে পরাণ ঘেরিছে মৃত্যু ধাবিত রবে
বাঁচিবার তরে শৃঙ্খলে প্রাণ বদ্ধ দুয়ারে সবে।  
ঝলমলে নাই আসর আজিকে শূন্য পথের দ্বার
খাদের কিনারে জীবন আজিকে ভয় শুধু
হারাবার।
অস্ত্র রাজিতে শোভিত অঙ্গন রুধিবারে তারে নারে
বিশ্ব বিধাতা অজেয় বেনিয়া বিবশ দাঁড়ায়ে দ্বারে।
বিশ্ব বিবেক হরিহর আজ একতার সমাহার
মানুষেতে নাই ভেদাভেদ আজি ধর্ম
বিভেদ তার।


পরম্পরার রুদ্ধ দুয়ার খুলিতেছে দ্বার অবিরত
বিদ্বেষ আর কলুষতা হীন নিতেছে সে
পণ ব্রত।


ওহে বনমালী শুধাই তোমারে নিদান কি তব ইহা
এসেছো কি দ্বার ভুবন দুয়ারে জ্বালাতে প্রেমের দিয়া!
বহিতেছে কি গরলো সে বায় কশায় চাবুক তব
সংহারে প্রাণ জয়ের নিশান ছল কি তোমারই
দেব ও।


যদি পার দিতে বিষাক্ত হৃদে দিও গো অমল মতি
ওহে বনমালী অমর করিও; দিক্ষা সে দান;
যে গড় গড়িলে আজিকে
পশুপতি"।