Sanjay Karmakar


  · ltSpJronssuSsglut oralneodw  ·
বিবিধ ছড়া কবিতা"গর্বের রেলগাড়ি"
- সঞ্জয় কর্মকার
গতকালের লেখা,"আজকাল রেল গাড়ি" বাংলা হরফে করে দিলাম। পাটনা যাবার গাড়ি স্টেশনেই আধা ঘন্টা লেট করেছিল , তখন গাড়িতে বসে লেখা।


আজকাল রেল গাড়ি ঝমাঝম চলে না
স্টেশনেতে রুখে গেলে কোন কথা বলে না।
সময়ের জ্ঞান অতি তাই লেট করবেই
বুম বুম কাল যাবে তাল তার ঢলবেই।
রাজধানী বাজধানী সবে তেই বড় গোল
টি টি ফিটি ধাঁই ধাঁই নাই কোন হোলদোল।
তাল কানা কান কাটা স্টেশনের মাস্টার
প্যালা দিলে শালা বলে দোষ ছিল রাস্তার।
আগা পিছা করে করে গাড়ি যবে ছাড়লো
ঝুক ঝুক করে তার স্পিড কিছু বাড়লো।
পাটনায় চলি ভাই পাটালির পুত্তুরি
তাড়া নাই কাজ কাল, ধীরে ধীরে ছুঁক বুড়ি।


"গর্বের রেলগাড়ি"
(লেটে ছাড়লেও পাটনায় গাড়ি পাঁচ মিনিট বিফোর টাইমেই পৌঁছেছিল। তাই আজ ফিরতে ট্রেনে উঠে বসে লেখা)


গাল দিয়ে হাল চাষ তাই কি গো বলো হয়!
কু ঝিক রেল শেষে টাইমেই পৌঁছায়।
বলাবুলি কথাকলি জল ভাতে হলো গোল
কবিতার কামড়েতে বাজলো রে ঢাক ঢোল।
টিক টিক ঠিক ঠিক বাতি দিলো রেল গাড়ি
সবেরেতে কাক ভোরে ঠিক ঠিক গেনু বাড়ি।
কি করে কি যে হলো রাত ভোরে দিছি ঘুম
সেই তালে রেল তা'লে চলেছিল বুম বুম।
গর্বে তে মন ভরে বাংলার রেল গাড়ি
কান মলি নাক ডলি, দিব নাকো আর গালি।