Sanjay Karmakar
  · JuitnirsStfpunoSns anoordedw  ·
(হটাৎ আজ দুপুরে তার ফোন আসলো। "সঞ্জয় তোমার লেখা গ্রামের কবিতাটি আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর।" তাকে ধন্যবাদ জ্ঞাপন করে বললাম, "আপনার যখন এতো ভালো লেগেছে লেখাটি তো এটির একটি দ্বিতীয় খন্ড লিখবার চেষ্টা করবো। সন্ধ্যায় ফিরে এসে কম্পিউটারে বসে সে লেখা লিখেছি আর কোথাও প্রকাশ দিবার আগে তাকে ফোন করে নিজে পাঠ করে শুনিয়েছি সে লেখা। লেখাটি আমি তাই সম্মানীয় প্রিয় কবি গৌরাঙ্গ সুন্দর পাত্র মহাশয়কেই উৎসর্গ করলাম তার সম্মানার্থে)
(দয়া করে একটু স্কল করে দ্বিতীয় খন্ডটি পাঠ করবার অনুরোধ রইলো। প্রথম খন্ডটি ধারাবাহিকতা রক্ষা করবার নিমিত্তে প্রকাশ দিলাম)


প্রকৃতির লেখা,"গ্রামখানি", প্রথম খন্ড
- সঞ্জয় কর্মকার


সুমধুর গ্রামখানি; ভিটে মাটি যাহা মোর
ছায়া ঘন তরু তার-ই অরন্য ঘনঘোর।
তারি ফাঁকে ফাঁকে ঘর; ঘন ছায়া ঘেরা
সুশীতল ভুমি তারি সুখী সবে মোরা।


গরু আছে আছে গোলা সোনা ফল সাধি
নিকানো সে অঙ্গনেতে তুলসির বেদি।
কর্তা-মা আছে তার জপ তার মালা
হরিবোল নাদ ধ্বনি দেয় দুই বেলা।


বার দিনে হরিলুট বাতাসা ও খুরমাতে
লুটে পুটে লই মোরা ভরে লই দুই হাতে।
ঘুঁটা দিয়ে জ্বলে চুলা আর খড়ি কাঠ
দিনে আলো রবি করে কুপি জ্বালা রাত।


পুকুরেতে নাই মোরা জলকেলি জলে
মাতোয়ারা মোর গ্রাম ফুল আর ফলে।


"গ্রামখানি খন্ড দুই"


গাই মোরা গাড়ি টানি বলদেতে হাল
হাঁস চাড়ি গামলায়; ছাগলের পাল।
বীজ ধান তলা তার জল কাঁদা ভারি
গোবরেতে দেয়ালেতে ঘুঁটে গড়াগড়ি।


মাটি দিয়ে গড়া গৃহ ভিটে তার কাঁচা
তারি পাশে গড়া বাঁশে মুরগির খাঁচা।
গৃহ তার গড়া চাল খড় আর বাঁশে
ছোট বড় ডোবা দুই আছে তারি পাশে।


নবান্নে ধান কাটা গোলা ভরে খড় তায়
ঘরে ঘরে পিঠে পুলি শুভ তারি বারতায়।
বর্ষাতে থই থই বানভাসি প্রাণ সাধি
দয়া নাই নদী জলে হই মোরা অপরাধী।


বাঁধ তারি উঁচু তল ত্রাণ আর ত্রিপলেতে
জঠরেতে জ্বালা ধরে নিতে হয় হাত পেতে।
শরৎ-এর আগমনে কাশে কূল ভাসে তার
বোধনেতে মা যে খেলা; সিঁদুর ও আলতার।