Sanjay Karmakar
  · tdSpofJuihsinlmtgs nnoreowd  ·
প্রকৃতির লেখা,"গ্রামখানি তৃতীয় তথা শেষ খন্ড"
(লেখাটি সম্মানীয় প্রিয় কবি গৌরাঙ্গ সুন্দর পাত্র মহাশয়ের প্রতি উৎসর্গীকৃত)
(দয়া করে একটু স্কল করে তৃতীয় খন্ডটি পাঠ করবার অনুরোধ রইলো। প্রথম দুটি খন্ড ধারাবাহিকতা রক্ষা করবার নিমিত্তে প্রকাশ দিলাম)


প্রকৃতির লেখা,"গ্রামখানি", প্রথম খন্ড
- সঞ্জয় কর্মকার


সুমধুর গ্রামখানি; ভিটে মাটি যাহা মোর
ছায়া ঘন তরু তার-ই অরন্য ঘনঘোর।
তারি ফাঁকে ফাঁকে ঘর; ঘন ছায়া ঘেরা
সুশীতল ভুমি তারি সুখী সবে মোরা।


গরু আছে আছে গোলা সোনা ফল সাধি
নিকানো সে অঙ্গনেতে তুলসির বেদি।
কর্তা-মা আছে তার জপ তার মালা
হরিবোল নাদ ধ্বনি দেয় দুই বেলা।


বার দিনে হরিলুট বাতাসা ও খুরমাতে
লুটে পুটে লই মোরা ভরে লই দুই হাতে।
ঘুঁটা দিয়ে জ্বলে চুলা আর খড়ি কাঠ
দিনে আলো রবি করে কুপি জ্বালা রাত।


পুকুরেতে নাই মোরা জলকেলি জলে
মাতোয়ারা মোর গ্রাম ফুল আর ফলে।


"গ্রামখানি খন্ড দুই"


গাই মোরা গাড়ি টানি বলদেতে হাল
হাঁস চাড়ি গামলায়; ছাগলের পাল।
বীজ ধান তলা তার জল কাঁদা ভারি
গোবরেতে দেয়ালেতে ঘুঁটে গড়াগড়ি।


মাটি দিয়ে গড়া গৃহ ভিটে তার কাঁচা
তারি পাশে গড়া বাঁশে মুরগির খাঁচা।
গৃহ তার গড়া চাল খড় আর বাঁশে
ছোট বড় ডোবা দুই আছে তারি পাশে।


নবান্নে ধান কাটা গোলা ভরে খড় তায়
ঘরে ঘরে পিঠে পুলি শুভ তারি বারতায়।
বর্ষাতে থই থই বানভাসি প্রাণ সাধি
দয়া নাই নদী জলে হই মোরা অপরাধী।


বাঁধ তারি উঁচু তল ত্রাণ আর ত্রিপলেতে
জঠরেতে জ্বালা ধরে নিতে হয় হাত পেতে।
শরৎ-এর আগমনে কাশে কূল ভাসে তার
বোধনেতে মা যে খেলা; সিঁদুর ও আলতার।


প্রকৃতির লেখা,"গ্রামখানি তৃতীয় খন্ড"


ছোট ছোট আশা হৃদে ছোট ছোট গৃহকোণ
হাসি খুশি রহি সবে নাহি কভূ মাতি রণ।
আহারেতে পিঁড়ি পেতে একত্রে বসা
দেউড়িতে প্রেম প্রীতে নানা কথা খাসা।


বধূ তারি ঘোমটায় টানা শাড়ি আধোমুখ
আলো তারি জ্যোৎস্নাতে উছলেতে বহে সুখ।
লাবন্য প্রণিধানে প্রেম দিয়ে ঘেরা গাঁয়
সুখ দুখে সাথী সবে নাহি রহি হীনকায়।


শঙ্কা ও বিপদের সূচনাতে সুখ হরা
এক জোটে দিবা রাতি; গ্রাম মোর মনোহরা।
সুখোনীরে তারে ঘিরে স্বপ্ন ও আশা ছোট
নিষ্টা ও শ্রম দিয়ে পরিণত করি ব্রত।


পানি তারি সেচ হাল; গরু আর বলদেতে
একান্ন হাঁড়ি কড়া গড়া গ্রাম মোহনেতে।
জেলে মাছ ধরে জাল, কুমোরের চাক
শোভা সে তো মোহময়ী; পথ, আঁক বাঁক।


বন তারি ঘেষা গ্রাম সারি সারি তরু
নদী বাঁধ বালুচর ফালি পথ সরু।
ধান কাটি কাস্তে; শ্যামলিমা তারি
কাটা ধান ফসলেতে গরু তার গাড়ি।


হেঁই রব হেঁইয়ো শ্লথ গতি শম্বুকে
গ্রাম বড় ভালো নহে কহে শুধু নিন্দুকে।
রবিকরে ঊষা জাগে মুখরিত কলতানে
পাখ আর পাখালিতে মধু সুরে সুর টানে।


বিকশিত শত কলি বাগ আর বাগিচায়
বধূ সড়া কলসিতে, কাঁখে তারি পথ যায়।
মন্দিরে বাজে ধ্বনি হরি হরি নাদ ধরা
স্নিগ্ধ সে গ্রাম মোহে অপরূপ মনোহরা।