মা যে আমার শুভ্র শুচি ধর্মেতে রন মেতে
দেখছি মায়ের আচার বিচার আজকে শ্যামল প্রাতে।
পুবের দিশায় ঐ সে দ্বারে
তুলসী বিতান তার ঐ ধারে,
প্রশান্তিতে বুক ভরে নেই, তার লোচনেই লোচন পেতে।


লাবণ্যেতে ভরাট সে মুখ স্নিগ্ধ কোমল আঁখি
সূর্য প্রণাম মায়ের দু কর, উঠলো জেগে পাখি।
ফুটলো কলি কুঞ্জ বনে
সৌরভেতে সুবাস ঘ্রাণে,
শিউলি ঝরা প্রভাত সুধা, অবাক চোখে দেখি।


উপর ঘরে ঠাকুর সেবা; উচ্চ সে স্বর ধ্বনি
মন সে দিশায় হারিয়ে হৃদয় উদাস ভাবে শুনি।
অশ্রু ধারা কপোল বায়
যেমন নদী সাগর ধায়,
দূরেই থাকি তার হতে আজ, ভাবছি; কতই আমি গুণী।