ভোট তো শেষ কবেই হলো রঙ্গ তামাসা
কবেই তো শেষ হলোই দাদা,
ছ্যাদা ফ্যাদার
আশা।
গুনগুনানী প্যানপ্যানানী ভ্যানভ্যনানীর গান
শুনতে আর কতই দাদা,
ভালোই লাগে
মন।
মন মানানী করেই তো দা, ওদের কাটে দিন
এসব ছেড়ে চলুন তো দা,
নাঁচতে তা ধিন
ধিন।
ধিনের ধা তে মজলে দাদা অসুখ বিসুখ দূর
তল্পি তপা গুটান দাদা,
চলুন ভাগল-
পুর।
সেই দেশেতে অনেক পাবেন কেলেঙ্কারীর বান
লিখতে কলি কাব্য কথায়,
ভরবে পরাণ
মন।
মনের কথায় সায় কী দেয় বলুন তো দা কায়
দখিন হাওয়ায় ভাসতে সে চায়,
ডাইন কী বা
বায়।
বায় সে অতি পুতি ময় ঐ; লালু মিঁয়ার গান
জেলের ঘানি টানতে কেমন,
জ্যোলুস বিনা
প্রাণ।
প্রাণ প্রণিপাত করতে দাদা আর কী লাগে ভালো
দিন রাত মান লিখতে গাথা,
জ্বালতে জ্ঞানের
আলো।