Sanjay Karmakar
  · roseSdtnpo74na362sf648f0fliu73wa3otui6il550a6ii68J2u 2hl011u  ·


হায় হায় মল খায় লালটুর মাসিমা
তার বেটা বেটি খায় আর খায় জেঠিমা।
মল দ্বারে দারোয়ানে ছড়ি হাতে পাহাড়ায়
কড়ি দিয়ে কড়কড়ে মরুভূমি সাহারায়-
শাড়ি খায় আর খায় সেল দিলে মলেতে
হাতে চুড়ি দামি ঘড়ি চকমকি গলেতে।
মল আজি মল নাই হীরে মোতি মুক্তো
আমি মল খাই নাকো খাই খাঁটি সুক্তো।
ধারে কাছে আলগোছে খাই আমি দোকানিই
তাই বলে ভেবো নাকো আমি অত বোকা-নি!!


Sanjay Karmakar
  ·
  ·
তাইলে মিয়া যাবেই রণে কুনু কতাই শুনবেনা,
মরুর ভূমে প্রাণের টানে-আমার পকেট ঠনঠনা।
বিশ্বকাপের উন্মাদনায়
দুলছে ধরা দোদ্যুল তায়,
পারলে আমায় সঙ্গে নিও-গাঁটের কড়ি গুনবোনা।


Sanjay Karmakar
  ·
  ·
কস কী মিয়া কইলে আগত-দাঁড়ি গোঁফ ওই ছাটতাম
জুলপি কেটে কুলপি খেয়ে, পোলাপানেও বাটতাম।
অহন বুড়া অইচে বয়স
চোখের জ্যোতি! হয় না সাহস,
হালের গরু চাষ আবাদের-অহন আর নাই রে দম।


(সৌজন্যে-প্রিয় কবি শ.ম. শহীদ মহাশয়)