Sanjay Karmakar
osorpteo3wh13tta0Jn9uumu3f9t4s ·


হাম্বা ডাকে গরু পা গুলি তার সরু
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ, চার পা তুলে ঠ্যাং।
গোবর দিয়ে ঘুঁটা, থ্যাবড়া গোল মোটা
ঘুঘনি মুড়ি চায়, আমেজ টা তো ধায়।
বলদ নাকি বুড়ি, থুত্থুরি থুথ্থুরি।
আকাশ ডাকে মেঘ, বায়ুর গতি বেগ।
মানুষ নাকি ফ্যান, ঘুরছে সিলিং ফ্যান।
বৃষ্টি পরে চালে, দোয়েল ডাকে ডালে।
ময়ূর পেখম ধরে, এদিক ওদিক ঘোরে।
পায়রা নাকি ঘুঘু, ধরছে দুটো রঘু।
আম খেলো আজ বুড়ো, সম্গে মাছের মুড়ো।
আম ধরেছে গাছে, চুরি না হয় পাছে।


(যদি একাডেমির নজরে পরে, তাই এমন লিখলাম)


একাডেমি, হাম্বা ডাকের, সুরেই মাতোয়ারা,
যা কিছু সব, খুঁজে বেড়ায়,পদ ঐ ছন্নছাড়া।
গোস্পদের ওই, সাগর জলে, ডুবেই তারা মরে,
তার সে দুয়ার, হীরে মানিক, হস্তি যে তার দ্বারে।
চরণ চারণ, করতে পটু, ঘ্যাঙর ঘ্যাঙর রবে,
হুক্কা হুয়া সুর তুলে গায়, সবাই জানে ভবে।