আমি তো ভাই কাঁদিই শুধু; কান্না শুনি কানে
ইধার উধার চাই যেথা ভাই, নয়ন ভেজা গানে।
কাঁনছে মাতা ছাওয়াল তার ঐ ভিন দেশেতে ম'লো
জাত বেজাতের গরল হানায় প্রাণ যে তার গেলো।


কাঁনছে জায়া পতির তরে এল ও সি'র ওই ভূমে
সিংহ নাদে কাঁনছে বাতাস মৃতের কপোল চুমে।
বৃদ্ধাশ্রমে কাঁনছে বাপে অশ্রু কঠিন ভাপে
অপত্যের ওই তীরের খোঁচায় তীব্র সে চাপ তাপে।


কাঁনছে শিশু কাঁনছে বহিন, শট শঠতার বুলি
আব্রু হারা কাঁনছে ধরা, কাঁনছে রে সুর তুলি।
নির্ভয়া আজ কাঁনছে ভয়ে, প্রিয়াঙ্কা যে কাঁদে
ধর্ষকের ওই গরল বিষে, পড়ছে ধরা ফাঁদে।


কাঁদছে কবি, কাঁদছে হৃদয় বহ্নি ঘেরা টোপে
হাসছো হাসো, হাসাই ভালো, হাসবে তবে মেপে।