Sanjay Karmakar
badge icon
Founding Members
  · Just now  ·
শিশুতোষ লেখা, "হারাম বজ্জাতি"
.
বাস্তবিক ওই বহুত কালা দন্ত বিশাল চাল
বর্ম তাহার দারুন পুরু লাথি খাওয়ার ঢাল।
দু চার ডজন দিলেও ক'জন ভজন তিনি গান
এর উর পিছন লাগতে তবু দৌড়ে তিনি যান।
তার ঐ তীর ওই, ফিরতি পথে আজকে এলো উড়ে
ধরমরিয়ে লাফ সে দিলো ছিটকে অনেক দূরে।
তাই বলে কি খান্তি দেওয়া মন্টু বটুক তায়!
দন্ত তার ঐ ভঙ্গ হবেই; এমুন বৈরীতায়।
অরির দেশে যাবেই ভেসে দম্ভ তার ঐ অতি
ভুলিয়ে দিবই তার ঐ নেশা; হারাম বজ্জাতি।


দন্ত বিশাল মদ সে খালি চুয়ার ঢেকুর ওঠে
ল্যাজটি খাড়া করেই বটুক সবার পিছন ছোটে।
অদ্য দিনে হর রোজেতেই হোঁচট তিনি পান
বৈরী তার ঐ অরির দেশে লাথির ছোটে বান।
ভাব সাগরে ভ্রমর অলি ডাকছে না আর রোজ ই
বিরবিরিয়ে দেন যে গালি ন্যান সে রাগের পোজই।
না রে কানাই পাগল না রে দন্ত বিশাল সাব
হারিয়ে দিশা অরির দেশে এমুন তার ঐ ভাব।