Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 8 mins  ·
"হাসতে হাসতে ছুরি দিয়েছো তুমি"
.
হাসতে হাসতে বুকে ছুরি ভুকে দিলে ব্যথা লাগে প্রাণে
কিন্তু যুদ্ধের ময়দান! সেখানে তো ছুরি মারাই প্রথা
ব্যথা দুঃখের অবকাশ থাকে না সেখানে।
তুমি আমাকে হাসতে হাসতে ছুরি মেরে দিলে অজান্তেই
দুঃসংবাদ এলো শিরোনাম।
সত্যই অসহনীয় সে ব্যথা, মর্মন্তুদ।
বারুদে অনেক বার শরীর মন দগ্ধ হয়েছে ঠিক ই তবে
ঐ যে তা হয়েছিল যুদ্ধের ময়দানে অথচ
যুদ্ধের শেষে প্রাক শান্তির ময়দানে আফজল খাঁ এর দশা হলো আমার।
সে ছুরির খোঁচা এতটাই গভীর যে
হৃদয় পদ্মমূল এফোঁড় ও ফোঁড় বিঁধে গেল সে তীর।
হাসতে হাসতে ছুরি দিয়েছো তুমি।