হাট্টিমা-টিম টিম
হায় রে ঘোড়ার ডিম!
ঘোল খেয়ে ঘা হল সারা
পিঁয়াজ হলো নিম।


পোস্ত বেঁটে সুকতো বানায়
কান্তা পিশির ছা;
পিঁয়াজ রসুন ব্রাত্র সেথায়
তাইরে নাইরে না।


দিদির তো নাই হুশ
দিব্যি আছে খুশ;
দিল্লি গিয়ে বিল্লি হয়ে
ষারের গুতোয় ডুষ।


নিম রাজি হয় শেষে
জাতার কলে পিষে;
হুঙ্কারেতে আকাশ বাতাস
বাঁধেন রশি কষে।


কলা কুশল কুশ লবেতে
ভ্রান্ত দিশার রাজ;
জয় জনতা জাগোই এবার
কপাল কেনো ভাজ।


ভৈরবীতে বান এসেছে
একতারাতে গান;
অস্ত্র হাতে তোলই এবার
কুঠার দিও শান।