“হিম পরেছে হিজল গাঁয়ে”


হিম পরেছে হিজল গাঁয়ে
চলছে কানা ঘুষা;
ওই পাড়ার ঐ ভুম্বা ষারে
দিছেই নাকি ডিষা।


খবর গেল ভাগলপুরে
হোগলা পাতায় ভরে;
দশ দারোয়ান পালোয়ানে
পালকি নিয়ে চড়ে।


সাবাস বেটা সাবাস বেটি
তফাৎ কী আর আজ;
মারতে ভ্রূণ করতে খুন
আজ নেই গা লাজ।


বরফ জমা হিজলা গাঁয়ে
নাঙ্গা সবাই চলে;
আলির দাবাই থাকলে দাদা
পাঠান হেলে দুলে।


“ব্রত”


ফসকে গেল শক্ত গেড়ো
খুলেই গেলো কাছা;
এতই কী আর শক্ত বুঝে!
ওদের দোরে
নাছা! (নাঁচা)
কাল কেউটে বিষ ছোবলে
গ্রাসেই ধরণী;
তাও বলে সব ওরাই নাকী
এই ধরারই; সব
জানি।
মা গা তোমায় সেলাম জানাই
জায়ার ত্রাসে ভীতঃ
থাকই না মা বৃদ্ধাশ্রমে
ওটাই জেনো
ব্রত।