(অরুণ দল-দুই যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম)


মৃত্যুর গীত স্বাধীন সে ভিত কম্পনে গতি ধায়
তরু লতা দল গুল্ম সকল, শীর্ণ ও মৃত
প্রায়।
দীর্ণ সোপানে মুক্তির গানে অজ্ঞতার ঐ গতি
দিকে দিকে ঢল বিষম বিকার, নাই; ভাইচারা
সম্প্রীতি।
বিদ্বেষ বীণে কাঁদিছে ভূতল আজিকে গগন তল
ভ্রান্ত নীতির তোষণ ও পোষণে নেতা ও দাদার
দল।
ছল ও বলেতে বলীয়ান দেশ-আগু পিছু ডানে বায়
রক্ত লহুর বান সে গরল-স্বাধীন সে
পতাকায়।
আজও বহিছে মৃত্যুর ঢল-খাদ্য আহার বাস
চৌদিকে রাজ ধন ও কুবের; পদ তলে তার
দাস।
আজ ও কাঁদিছে বেকার যুবা-কর্ম হীনের দল
রাজনীতির ঐ রণাঙ্গনেই-স্বপ্নেতে
উচ্ছল।
জাত জালিয়াত জালের পেষণে-ভয় ভীত দিন গোনা
জ্বলিছে অনল দাবানল সম-লকলকে গন
গনা।
ভগ্নী মায়ের কান্নার রোল-আকাশ ও বাতাস কাঁদে
বিচার নাহিকো মৃত্যুর সে দেশ-হতাশা ও
অবসাদে।
স্বাধীনতার পরশ মেখে-আঁখির ধারায় মাতি
বিরূপ হৃদয় আবেশ জড়া-হলাহলেই
গতি।


"কদাচার"


তেইশ জোড়া জীনের গাথা-মালায় স্বভাব লেখা
এক্স আর ওয়াই ক্রোমোজোমেই; পুরুষ নারীর দেখা।
নাই সেখানে ধর্ম জাতি
জাতের জ্বালা বজ্জাতি,
কদাচারেই মানুষ গড়ে, জাত সে জালের সুতা।