"হরিবোল"
(প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের প্রতি উৎসর্গীকৃত)


হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রামো হরে রামো, রামো রামো হরে হরে।
এই দোতারায় ভূতের তাড়ায় দুনিয়া জেনো গোল
গরল বায় বিষ ফেলায়ে, সবাই; করছে
হরিবোল।


বলো হরিবোল হরিবোল , বলো হরিবোল
গোপাল বাবু সাদায় কালোয় রোটিয়া করে গোল।


ও এক সাধুর বেশে, এক সে চোরা গাইতেছিল গান
গোপাল বাবু দক্ষ ক্রেতা হ্যাঁচকা দিছে টান।
মান রাখিতে দৌড়ে ভেগে হরিবোলের চ্যালা
গোপাল বাবু কম তো নহে মারেন
গোলার ঢেলা।


ঢেলার ঘায়ে ধরাম করে সাধন মহারাজ
চোখ কানেতে অন্ধ দেখেন খুললো তার ঐ সাজ।
কারসাজিতে গোপাল বাবু পুলিশ সম তেজে
খুললো সে রাজ শঙ্খ সানাই; উঠলো
ভোপু বেজে।


বলো হরিবোল হরিবোল , বলো হরিবোল
গোপাল বাবু সাদায় কালোয় রোটিয়া করে গোল।
বলো হরিবোল হরিবোল , বলো হরিবোল
গোপাল বাবু সাদায় কালোয় রোটিয়া
করে গোল।