করোনার দাপটে সারা বিশ্ব পর্যুদস্ত । হাহাকার চারিদিকে। কখন যে কার হয় কে মারা যায় তার নিশ্চয়তা নাই। কবি সকল ও মানুষ আর সারা পৃথিবী ব্যাপী তার বিস্তার। তাই মর্ম বেদনা বয় প্রাণে। সবাই কেমন আছে! গৃহবন্দি সবাই। বিরহের লেখা অহরহ ঝরে কান্না। আমার ব্যথিত হৃদয়ে ভাবতে থাকি সব কবিরা ভালো থাকবে তো! তার মাঝে আমপুন তছনছ করে দিল বঙ্গ ভূমি। ঝড় আসবার আগের দিন থেকেই ছিল উদ্বেগ। মন কেঁদে কেঁদে উঠছিল তাদের কথা ভেবে যারা গরিব আর মাটির ঘর আর টিনের চালের ঘরে বাস করে। মাননীয় কবি বিমল মন্ডল কে ফোন করেছিলাম আর তার কথা যেন আর্তের ধ্বনি বলে মনে হচ্ছিল । তিনি বলেছিলেন আমরা উপকূল এলাকায় থাকি । জানি না কি হবে। একটা ছোট্ট কবিতার কলি লিখেও পোষ্ট করেছিলা, সেটা এমন;


"বাঁচা মরা"
.
ওরে তোরা সব শক্ত কোথাও
দৌড়ে ছুটে ভাগ রে ওরে;
বাঁচবি কি ভাই মরবি কি তায়
সকল যে তার তোর
উপরে।


আমার এক বন্ধু মিঃ মৃণাল কান্তি রায় যার বাড়ি হেড়িয়া , পশ্চিম মেদিনীপূর তার সাথে অবিরত যোগাযোগ রাখছিলাম আর ঝড়ের ফলে কি কি ক্ষতি হতে পারে তার খতিয়ান করছিলাম।


আজও লিখলামঃ


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Founding Member · tegiSp2 eonlsoreghrsd · Members of বাংলা কবিতা - ভারত
"জবাব কি আছে কোনো"
.
বায়ু হলো ঘনীভূত নিম্ন সে চাপ অতি
ঘূর্ণনে পথ চলা তীব্র সে ঘাত গতি।
গান্ডীবে ছিলা টেনে শর যেন বেগে ধায়
ক্রদ্ধ সে মতি হারা দুরন্ত
বায়ু বয়।
.
দিকে দিকে ত্রাস তারি বৃক্ষ ও তরু দল
প্রবলেতে শাখা নেড়ে ভেঙে মূলে ভূমিতল।
শো শো রবে তান্ডবে উড়ে চালা ভাঙে বাটি
মাটি আর দরমাতে গরিবের
ভিটে মাটি।
.
ছুটে চলা ভৈরবে প্রলয়েতে মেতে উঠি
বিষ তার ছোবলেতে তছনছ করে ক্ষেতি।
করোনার করালেতে নাই কাজ নাই খানা
স্তব্ধ সে হৃদ মাঝে আমপুন
দিল হানা।
.
বিষাক্ত খঞ্জরে যেন হৃদ বিঁধে তায়
কটু বাণে কশাঘাতে শুনো মোর বিধাতায়।
যাহাদের ক্রন্দনে তুফানেতে গগনেতে
জবাব কি আছে কোনো; কেন হানি
পবনেতে।


মন কেঁদে কেঁদে ওঠে এসব দুর্বিপাকে কিন্তু সমবেদনা জানাতে বা এখানে লিখতে ভয় পাই কারণ ইতিপূর্বে অনেক মানবিক আর সাহিত্য সম্বন্ধিত লেখা আমার ব্যান করা হয়েছে কারণ হিসাবে বলা হয়েছে ,("লেখাটি মানবিক কিন্তু আলোচনা বিভাগের আইনের বাইরে)।


এমন মানবিক লেখা আলোচনা বিভাগে অভিযোগ জানানো সত্ত্বেও ব্লক করা হয় নাই আর তাকে আরও মর্যদা দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখে সাহস হলো মনে যে এমন লেখা ঝড় বা করোনা নিয়ে উৎকন্ঠায় আমরাও আবার পোষ্ট দিতে পারবো আলোচনা বিভাগে। বন্ধুরা, আপনাদের পোষ্ট কামনা করছি আগামী দিন গুলিতে। হৃদয় উজার করে দিন।