"হুশিয়ারি"


(যারা ভাবছেন করোনা পরবর্তি কালে মানুষ সৎ এবং অনেক মানবিক হয়ে উঠবে, সৌহার্দ্য আর ভাতৃত্বের বন্ধনে একত্রিত হবে ধরা তাদের জন্য এই হুঁশিয়ারি)


এই যাত্রায় বেঁচে গেলে লাগাম ছাড়া হবই ওরে
হাঁপিয়ে গেছি দিন প্রতিদিন রুদ্ধ ঘরে বদ্ধ দোরে।
খোলাম কুঁচি পদ্য রচি কাজ আছে আর বলতো কি রে!
দিন রাত্তির স্বপ্ন মহল গড়ছি রে শুন
তোরেই ঘিরে।
পদ্ম পাতার জলের মতই লাগছে কি আর তোর ঐ গায়
হিসেব কিতেব বড়ই জটিল বুঝবি কি আর হাতে পায়!
এই যাত্রায় বেঁচে গেলেই ভুলবো রে শুন অনেক কিছু
সুদ আসলে উসুল নিতেই ঠায় দাঁড়িয়ে
পচা বেচু।
জীবনটাকে মন্থনেতে জ্বালবো আতস বাজির মেলা
শহর নগর উজ্জিবিত খেলবো রে ভাই ঢঙের খেলা।
অনেক ক্ষতি পুষিয়ে নিতেই নিত্য গরম করবো আসর
ধান্দা পানির স্কন্ধে চড়ে ছল চাতুরীর
পাতবো বাসর।
দিন রাত্তির ভজবো হরি রাত হলে ভাই উলট ধারা
রক্ত চোষার ফন্দি ফিকির মহল গড়ে করবো মোরা।
তুলতে ঘরে ক্ষতির সে ধন ভেজাল দিব ডাবল হারে
দশ দিশাতেই বিছায় আঁচল ভ্রষ্টাচারের
শক্ত জড়ে।
এই যাত্রায় বেঁচে গেলেই লাগাম ছাড়া হবই ওরে
অক্ষ ভূমে রক্ষ সাজি আকাশ পানেই উড়বো তোড়ে।
মন্ত্রী নেতা গামলা সবাই ইত্যবসর মারছে বাজি
ত্রাণের তোড়ে ভাসছে ধরা হরফ তারে
করতে আজি।
আমরা আছি পিছন সারি এ যাত্রা গেলেই বেঁচে
চাঁছবো দধি ক্ষীরের হাঁড়ি দিব্যি বলি নরুণ ছাঁচে।
ভাবলি কি রে মানুষ তাদের কাটবে নাকি মুদ্রা দোষ
এ যাত্রায় গেলেই বেঁচে ফিরায় দিব
তোদের হুশ।