(আমার করা ইংরেজি অনুবাদ ইংরেজিতে)


I was the truth


To worship God Shiva linga hundreds of kilo-liters of milk being wasted
Imagine how many hundred of proletarian child could have been served with nutritious food in such quantities of milk
for some days.
Please hang me as a heretic
Such as Copernicus who was killed by the fanatic
But know that I was
the truth.


(Shivratri is one of the ritual of the Hindus.
In this day lakhs of woman pour a lot of milk upon an idol called shivlinga in the temple)


Victor Buhagiar
Date: 2/23/2020 12:14:00 PM
Delete

Difficult to change ideology. But you are right.
Reply


McGreavy Avatar
Maureen McGreavy
Date: 2/23/2020 3:00:00 PM
DeleteBlock poet from commenting on your poetry
Very interesting, stirring emotions. Thank you Sanjay, xomo
Reply


“সত্য ছিলাম আমি” (মুল লেখা)


কত শত কিলোলিটার দুধ নষ্ট হয় শিব লিঙ্গ পূজায়
ভাবি এত পরিমান দুধে কত শত পথ শিশুর বেশ কয়েক দিনের পুষ্টিকর আহার হতে পারতো।
প্লিজ আমাকে ধর্মদ্রোহী বলে ফাঁসিতে লটকান আপনারা
যেমন কোপারনিকাস কে মেরেছিল বিশুদ্ধ ধর্মারোহীরা
তবে জেনে রাখবেন সত্য
ছিলাম আমি।


উড়ু উড়ু


আকাশেতে উড়ু উড়ু মেঘ মোটা বেঁটে সরু
ধরাতল সুশীতল মাঠে ঘাস খায় গরু।
গরুর ঐ ছানা পোনা এক দুই তিন খানা
কেন শুধু ঘাস খায়, খায় না তো
মাংস!
বেলা যায় টিক টিক টিকটিকি ঠিক ঠিক
গাড়ি চলে ঘোরা চলে ধূলাময় চারিদিক।
নদী বয় কুলু কুলু খেলা করে লালু ভুলু
সরোবরে স্থিতু জলে ভেসে চলে
হংস।
সবেতেই স্নিগ্ধতা নাই সেথা বই খাতা
ভোর হলে কথা নাই পড়া শুধু পাতা পাতা।
কানমলা চড় চাটি খুলে যায় দাঁত পাটি
পাঠশালে শিক্ষক যেন এক
কংস।


ও রূপসী


ও রূপসী তোমার লাগি, আজি ও পথেই চেয়ে
বল পাই নে হৃদয় আমার গরল গেছে
ছেয়ে।
দিন মানেতে শূন্য আঁখি নিদ আসে না রাত
স্বপ্নে তোমার চমকে উঠি মরীচিকার
সাথ।
তোমার হাতের করপুটেতে হৃদয় যে মোর রাখা
জীবন মরণ তোমার দোরেই কেনই হলে
বাঁকা।
ত্রস্ত রাখাল বাজাই বেনু করুণ সুরের গান
কাজল কালো সাগর আঁখেই আমার ধরা
প্রাণ
দূরেই যদি চলেই গেলে আমায় পিছে ফেলে
খঞ্জরেতে শান দিয়ে আজ চালাও আমার
গলে।