ইচ্ছে করে ঘাসের আগায় শিশির হয়েই বাঁচি
ইচ্ছে করে ভুবনটাকে
স্বর্গ যেমন রচি।
ইচ্ছে করে বিশ্বাকাশে জ্যোৎস্না আলোক হই
হিংসা যেথায় নাইকো ভারি
সে দেশ তথায় রই।


ইচ্ছে করে। ইচ্ছে করে, ইচ্ছে করে।


ইচ্ছে করে খর্গ হাতে রণেই দিতে ঝাঁপ
বল যেথায়ে নরক রচে
করতে হরণ পাপ।
ইচ্ছে করে হৃদ সাগরে বীজ সে প্রেমের গাথি
প্রশান্তির ওই দৈব কিরণ
হই সে কারূক তাঁতি।


ইচ্ছে করে। ইচ্ছে করে, ইচ্ছে করে।


ইচ্ছে করে অংশুমালী আকাশ হতেই প্রাণ
উদার যেথায় এক সে ধারা
সাম্যতার ওই গান।
আকাশ নভঃ সূর্য তারা জ্যোৎস্না আমার মনে
ইচ্ছে করে জ্ঞানের আলোক
ছড়াই গানে গানে।


ইচ্ছে করে। ইচ্ছে করে, ইচ্ছে করে।


ইচ্ছে করে ঘাসের আগায় শিশির হয়েই বাঁচি
ইচ্ছে করে ভুবনটাকে
স্বর্গ যেমন রচি।
ইচ্ছে করে বিশ্বাকাশে জ্যোৎস্না আলোক হই
হিংসা যেথায় নাইকো ভারি
সে দেশ তথায় রই।


ইচ্ছে করে। ইচ্ছে করে, ইচ্ছে করে।