ইচ্ছে যদি পূরণ হতো লাগতো না মোর হাতি ঘোড়া
চেয়েই নিতেম অনেক সুখ তাদের তরে সর্বহারা।
মহল গড়ে চড়িয়ে দিতেই সাত মহলার উচ্চতায়
ভরিয়ে দিতেই তাদের হৃদে মমতা আর
মানবতায়।


রইতো না আর দুঃখ জ্বালা আমার গড়া ভুবন মাঝে
বেকার কেহই রইত না ভাই সবাই রত দারুন কাজে।
উচ্চ নিচের বিভেদ ভুলে অট্টালিকা প্রেমের গড়া
রইত চেয়েই বিশ্ববাসী কেমন সে দেশ
অবাক করা।


(সংযোজনঃ আর চাইতাম; না চাইতেই মধুর পানি রাতের সেই সুরাখানি, থাকতো না আর আনতে যেতে, ধকল আর পেরেশানী, হাঃ হাঃ)