Sanjay Karmakar
oore4 a05 51M0i8 a5yil cg1:6MtgA5  ·


দেখে যাই চরাচরে, আজি ঘরে দ্বারে দ্বারে,
নাই ভাব, সৎ কোনো, পালিতেছে হিংসারে।


ক্রূরতা ও কুমতি ও, কোণাকুণি বিপরীত
অহিতের সাথে প্রীতি, নাই মায়া, প্রেম প্রীত।


সারমেয়, ল্যাজ তারি, ঘুচে নাকো অপবাদ,
খোলা পাতা, ছেঁড়া কাঁথা, নাই ওরে সদ্ভাব।


জনে জনে, জাল বোনে, আতুরেই গোশালায়,
গোবরেতে, চোনা মেখে, আজি তারা চারপায়।


বাহুবলি, ক্রোধে তারি, রণে মেতে ধ্বংসেতে,
হিংস্রতা গ্রাসে ধরা, চৌদিকে, ফাঁদ পেতে।


নারায়ণ নমঃ নমঃ, হবে কী গো, মিল মিত,
নাকি, ধরা ধ্বংসের, আজি দিলে ইঙ্গিত।