শুধু কবিকূল নয় কবিতার গন্তব্য হওয়া উচিৎ সমাজ , সাধারণ মানুষজন। যারা গানের মতই ভালোবাসবে কবিতাকে , শিক্ষা নেবে আর এভাবেই সমাজ সংস্করণের পথে হাটবে। "সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি"। ছোটবেলার পাঠ করা কবিতাটি যেন হৃদয় জড়িয়ে রয়েছে আর কতই না মানুষের সুস্থভাবে বেঁচে থাকবার অনুপ্রেরণা এ কবিতাটি। ভাবুন প্রিয় কবি। ভাববার সময় হয়েছে। ভাবতে হবে কেন পাঠক কূল কবিতা পাঠে আর আগ্রহী হয় না? কবিতা আর সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেখানে সমাজ যদি কবিতায় সাড়া না দেয় তবে কবিতার মাহাত্ম কী বা থাকলো।