(কবিতা দুটি আসরের প্রিয় শ্রদ্ধেয় কবি স্বপন বিশ্বাস মহাশয়ের প্রতি উৎসর্গীকৃত)


"ইতিবৃত্ত"


টুটি চিপে ধরলে বন্ধ হবার উপক্রম হয় শ্বাস
ব্লক হয়ে যায় দরোজা।
অসীম ভয়ে কেঁপে কেঁপে ওঠে অন্তর
প্রলাপ বকা আর কবিতা একাকার হবার
ভয়।
শব্দ নিরোধক রুদ্ধ বাতায়নের নিবিড় সুরক্ষায়
মন্ত্রণার কারিগর।
অদম্য সে বহ্নিশিখা জ্বালিয়ে পুড়িয়ে দেয় আমাজন
ফুসফুসে অনুভূত সে চাপ; নিয়ন্ত্রণ হারিয়ে
ধ্বংস করতে থাকে সাহিত্যের
ইতিবৃত্ত।
শব্দ শৃঙ্খল অনবরত ধাক্কা খেতে থাকে হিম শৈলে;
সাহিত্যের বাতায়ন ডুবতে থাকে
ক্রমশঃ
অবশেষে একদিন মৃত্যু হবে বৃদ্ধের।
জট জড়ার ফাস জালে লেখা হবে কাঙালের
ইতিবৃত্ত।
ধ্বংসই নিনাদ প্রারম্ভের।


"দ্রিম দ্রিমা ডিম ডিম"


দ্রিম দ্রিমা ডিম ডিম
আস্ত খাসা ডিম;
মামলেট না সিদ্ধ আধা
খাবেই ভাবে
ভীম।
চোকলা ছাড়ান কঠিন বড়
সিদ্ধ আধা হলে;
ভাবতে সময় কাল বয়ে যায়
জল ঝরে যায়
কলে।
কল কলানী প্যাচ প্যাচানীর
চিন্তা শেষে ছাড়েই ভীম;
নাদুস নুদুস জ্যান্ত কাঁচা
চোকলা সহই খেলো
ডিম।