Sanjay Karmakar
  · 1at7Speonsm sahourrsoedl  ·
"জয়োগান"


রিনিঝিনি রিনিঝিনি বাজে তারি সুরোতান
মাতোয়ারা ফল্গু সে অজয়ের কলতান।
সুর তাহে লহরেতে স্রোত বহে অবিরাম
নয়নেতে শোভা তারি সুমধুর অভিরাম।
কতকথা হৃদয়ত জাগে তারি কোলাহলে
ছিপ ফেলি মাছুয়ারা মাছ ধরে ঘোলা জলে।
বঁধু তারি কলসেতে কঙ্কণে ধ্বনি তার
পুণ্য সে ধারা তারি আঁখি পটে মণিহার।
প্রভা তার বিভাবরি পূবে ঢালে বারিতল
দিন গতে নদী তট হয়ে ওটে চঞ্চল।
বালুকার রাশি ঢল ঝলমলে রূপে জাগে
বেণু তারি রম্য সে জেগে ওঠে অনুরাগে।
গোধূলীতে গগনেতে রঙে রূপে একাকার
নদী জলে প্রতিভাত সুরম্য ছবি তার।
রাত বায়ু নির্জনে মাঝি তারি সুরো তানে
মেঘ আর মল্লাতে আলো পশে বাতায়নে।
অজয়ের আঁকা বাঁকা খাতে প্রাণ আনমন
মহীমা ও দীপ্তিতে গাহি তারি জয়োগান।