Sanjay Karmakar
Ah3pr1il1c f86p3a48 5huats 6:9514 PMad  ·
"চিল শকুনের রাজ"


চিল শকুনের রাজ চলেছে শিয়াল হাঁকে ঐ
নেতায় চলে হাঁকিয়ে ঘোড়া নেপোয় মারে দই।
রাজ চলে তার গুন্ডা রাজা
আলু বেগুন পটল ভাজা,
আর জনতা চার পা তারি, জল করে থই থই।


Sanjay Karmakar
Apgrultcil 81 Spanmsit 2t7:49 PMm  ·
"জীবন বড়ই বিচিত্র"


জীবন বড়ই বিচিত্র;  কেউ পায় কেউ কাঁদে
চৌদিকে বান হিংসা ও দ্বেষ, তার ঐ ধরা ফাঁদে।
অনল হেথায় পোড়ায় এ মন
বুক ফেটে যায় আপন সে জন,
বৈভবে কেউ আপন দিশায়; জীবন তাহার সাধে।


Sanjay Karmakar
Apgrultcil 81 Spanmsit 2t7:39 PMm  ·
"মানুষ বড়ই ধাঁধার মতই"


মানুষ বড়ই ধাঁধার মতই, জটিল এবং গোল
হিংস্র ক্রূর হিংসা মাতি; বাঁধায় গন্ডগোল।
এক শিবিরে নাই কো বাঁচা
কেউ বা শিয়াল কেউ বা প্যাঁচা,
কেউ কী বোঝে কালের সে কল; মরণ বাজায় ঢোল।


Sanjay Karmakar
Apgrultcil 81 Spanmsit 2t7:03 PMm  ·
"জাহান্নমের পথ"


তিনি হাত ও দিলেন পা'ও দিলেন, বৃষ্টি বাদল আদি
নর ও দিলো নারী দিলো আর দিলো ধন সাদি।
এক জাহানের আকাশ ও শ্বাস
বুদ্ধি দিল ধরতে সে রাশ,
জাহান্নমের পথ চিনে নর; সব করে বরবাদ-ই।