খাইসে কাম শুন রে হরি
কইসে কী ডা শুন,
তুই মালতী মিশাল দেরে
সম্বরেতে নুন।


কইতে মানা সইতে না না
পারুম না রে বাপ,
হুল ফুটালে কাটলে কাঁমড়
জ্যান্ত হবই সাপ।


রেলের গাড়ি মামার বাড়ি
বারণ তাতে নাই,
সুজোগ হলিই ঘোর সে কলি
টিকিট বিনেই যাই।


স্বপন দেখি বপন করি
ছল চাতুরীর ঘর,
লাভের পানেই ছুটতে চলি
লুট কামারির প'র।


ঈমান-আমল কবেই দিসি
জলেই জলাঞ্জলি,
শট শটতার জগৎ সুখের
সেই রাহাতেই চলি।


বিঃদ্রঃ লেখাটি প্রিয় কবি শ.ম. শহীদ মহাশয়ের গতকাল প্রকাশিত ,"নিষেধাজ্ঞা" কবিতার উতর দিতে গিয়ে তার লেখার বিপরীতে এই মূহুর্তেই লেখা।