যেদিন ডাকিবে না কেহ ধরণীতে, ভালোবেসে
কাছে কোলে টেনে নিতে; ভরাবে না ক্ষতো অযুত নিযুতো
নিহিত সেবায় আপনো ব্রত, অলকেতে সীমাহীন;
দীর্ণ সোপানে বেদনার গানে, কেহ কি
রহিবে লীন।


যেদিন বকুল শুষ্ক গুলাব মরীচিকা দিবে দেখা
সেদিন কি কেহ বিহনে আমারই!কাঁদিবে
বসুধা।
শিহরিত হই কম্পনে হৃদ সিক্ত আঁখির পাতে
বেদনার গীতে রিক্ত হিয়াতে, ভ্রমণেতে
দিনে রাতে;
চঞ্চলা মন উদাস বাউল নিমেষে ফকির হই
ধূ ধূ  ধরা মাঠ আর জনপদ বেদনার
জলে ধুই।
রাখালের গান ভাবি অম্লান গাহিবে কি কূহু কূহু
অন্তরে হৃদ সিক্ত কলিতে ডাকিবে
মূহুমূহু।
ওই পার দেশে ভালোবেসে; রেখে যাব কিছু দাগ
প্রশান্ত হৃদে প্রণয় ঝরাতে আগুন জ্বালাতে
ফাগ।