এক দিনেতেই বেহাল দশা
কাব্য পড়ে ঝড়ে!!
ফি বছরে মূলোর ক্ষেতে
ফ্রি-তেই সে রয় ঘরে।


রাঁধন বারণ ফোরণ যাবত
পান খসিলে চূনে
বল তো শ.ম বিঁধিস কিনা
বাক্যি ধারার তূণে।


মুখ বুঁজে সে সইছে সকল
ঝিঙে ফিঙের গান,
শুধু একটি দিন ওই বেগার খেটে
তোর, মুখ শুখিয়ে ম্লান!!!


বিঃদ্রঃ প্রিয় কবি শ.ম. শহীদের একটু আগেই প্রকাশিত,"চাকর", কবিতায় কমেন্ট করতে গিয়ে লিখলাম।