বিদ্রোহী লেখা, "ঝড়"


মানুষ হওয়া মুখের কথা মান ও হুশ চাই
হুশ ফেরাতে কড়া দাওয়াই; লাগবে এখন ভাই।
বদলে দিতে সংজ্ঞা মানুষ যারা পালের গোদা
লটকে তাদের ঐ পাড়ে তে; মারতে হবে গদা।
গদাই নিতাই আর হাবলু; পাড়ার মোড়ে মোড়ে
চাবকে নিশান বুক আর পিঠে চাবুক মেরে জোরে।
বিজলি করক লোহার গড়া চেয়ার খানি চাই
সেই চেয়ারে বসিয়ে ওদের ঝটকা দেবই ভাই।
মা বোনেদের শালীনতা লাগলে আঁচড় টুক
জিহ্বা আর অঙ্গ কেটে বানিয়ে দিবই মূক।
মূর্খ যারা যেই শাখেতে তার ওই গোড় কাঁটে
রইতে সান রকেট জীবন লম্ফে লাটে বাটে।
বঠির ঘা এ শানিয়ে ফলা ত্রিশুল দিবো বুকে
খিল নিয়ে হাত, পা আর মাথায় জবর দিব ঠুকে।
আসবে না কী অগ্নিদলে কর্মকারের গড়া
জলদি দুহাত উপর তোলো গড়বো সতেজ ধরা।


মানবতাবাদী লেখা, "সাপুড়ে"


নাই কেহ অসহায় যার আছে হাত দুটি
মগজেতে নাই বিষ; গরলের খুনসুটি।
ধরা নাহি সড়া ভাব নাহি হৃদে অসারতা
প্রেম দিয়ে বিকিকিনি আকাশের প্রসারতা।
দম্ভেতে নাহি রহে স্নিগ্ধতা ছায়া ধূপ
মানুষেতে দেব ভাবে সত্যের অভিমুখ।
জীবন তো ভবঘুরে আস্তানা দিন কটা
কটু কথা কহে নাকো লাঠি আর হাতে ঝ্যাটা।
দু দিনের জীবনেতে আধা যায় নিদ ঘুমে
বাকি আধা দুই কূলে শিশুকাল জরা ভূমে।
কৈশোর কেটে যায় ফুস করে বাপু রে
করিস না বিদ্বেষ সাজিস না সাপুড়ে।