Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JtcSpust docinonSmrowusoroed  ·
জীবনমুখী যুগল কবিতা, "জীবন গান"
.
জাহাঙ্গীর আলম অপূর্বঃ-
.
হে জীবনের মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
যদি জন্ম দাও দাসত্বমুক্ত জীবন দিয়ো
দিয়ো না কো কভু দাসের জীবন
তাহলে পারব না বহন করতে এই
নির্যাতিত নিপীড়িত মানব জীবন
পাব না তো মানব হিসাবে কোনো অধিকার
পারব না দিতে কোনো মতামত
তাই শৃঙ্খল মুক্ত জীবন আমার কাম্য।
.
হে মৃত্যুর মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
যদি মৃত্যু দাও তবে সহজ মৃত্যু দিয়ো আমারে
ক্ষয় করো এই ধরা থেকে
কঠিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারব না
তা না হলে আমারে দিয়ো না
এই মানব জীবন
সহজ মৃত্যু আমার কাম্য হে সৃষ্টিকর্তা।


হে সুখের মালিক
তোমার কাছে করজোড়ে এই নিবেদন
আমার জীবনে যতটুকু সুখ প্রয়োজন
ততটুকু দিয়ো সুখ তার চেয়েছে চাই না
কিন্তু তুমি কষ্ট দিয়ো না
তাহলে এ জীবন বহন করতে পারবো না।
.
হে দুঃখের মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
তুমি কভু কারু জীবনে দুঃখ দিয়ো না
কেন মানব অতি দুর্বল
সহ্য করতে পারবে না
দুঃখের চক্র সক্রিয় রেখো না কভু
তাহলে মানব জীবন বহন করতে পারবো না
জীবনকে সুখের চক্রে রেখে
তাতে ধন্য হবে মানব জীবন।
.
সঞ্জয় কর্মকারঃ-
.
কষ্ট বিনে সুখ সে অলীক ভ্রান্ত সে তল হায়
রাত বিহনে দিন কি উদে আলোক ধরায় বয়!
তপ্ত লোহা নাই হলে কি কোদাল বা কি কল
খাঁটি সোনায় খাদ না হলে অলঙ্কারের ঢল!
জীবন নদী উঁচায় নিচে বইতে যে হয় হাল
স্নিগ্ধ কভূ ঝঞ্ঝা তুফান চলতে অনর্গল।
দীপ্ত যে জন জীবন অমর ঝঞ্ঝা তলেই প্রান
শক্ত সে দাঁড় বৈঠা মাঝি গাইতে জীবন গান।
যে জন সুখের তলাস লাগি স্বপ্ন শুধুই বোনে
সুখ সে সুদুর দূর চলে যায় দুঃখ সে তল হানে।