Sanjay Karmakar  ·otpsdroeSu15a9u46u48514mc6tcc8tg14u505ihfm03hi6986065mu8426 ·


আজ আছি কাল, নেই তো ধরায়
লতায় পাতায় আঁকশি জড়ায়
বিত্ত বিষয় বিষ্ঠা ছড়ায় -নিত্য ভুমন্ডল।


চলছি পথে অহং রথে
অহঙ্কারে অন্ধ বটে
হিংসা দ্বেষে জড়ায় ভুবন-জহর জর্জরিত।


পল পলে তে আছড়ে পড়ি
ছল আর কলায় সৌধ গড়ি
বদান্যতার সুবাস সদাই-সৌম্য সুদর্শন।


বিত্ত বশে বিবেক হরা
মিথ্যা দিয়ে মহল গড়া,
বাদ বিবাদে কর্ষণেতে-জীবন উদযাপন।