(দ্বিতীয় খন্ডটি পাঠ করবার অনুরোধ রইল। প্রথম খন্ড আমার প্রকাশনার সুবিধার জন্য একই সাথে রেখেছি)


Sanjay Karmakar
JuitsStrs mpnsionnosooreldw  ·
"জীবনের ধারাপাত"


রিপুরো বাঁধনে সমাপনে গীত জীবনের ধারাপাত
আঁখিরো স্বপ্ননে দুলিলো ভুবনে মনে নাই অধিরথ।
ভ্রমিলাম শত হেরিলাম কত-বিবসতা গ্রাসে মন
বৈষয়িক ধ্যানে স্বয়নে স্বপনে বিষ তারি আরাধন।


কাল গেল বেলা শত ছলা কলা নিশীথে নীববে তায়
রতিরো দোলেতে অনুরাগে মন কামিনী সমীপে হায়।
আতর দানিতে যোনিতে ক্রীড়ণে লুটিতে যামিনী কাল
লভিত পরাণে ধেয়ে গেনু কত আচারো বিহনে পল।


সেবিতে শিবিকা জপিতে জীবিকা অধর্মের ঐ তানে
সুরো লয়ে ছল, কলাতে মাতিনু-কৌশলের ওই সনে।
মানি নাই মন ভ্রমেতে মাতিয়া ভুলিনু সে তার গীতি
আচমনে তায় অসূয়াতে হায় বাঁধিনু সে প্রেম প্রীতি।


আজিকে ডুলিতে নাই রে তুলিতে তুলোট সে ধন হায়
খর বায়ু আজ চূমিতে সে গাঁয় দিকে দিকে চমকায়।
সহস্র ক্ষতো সাধিতেছে ব্রত আপনার নাই কেহ্
হরিত সে ধন খল খল হাসে বিঁধিছে আপন গেহ।......... (চলবে)


(অধিরথ> ঈশ্বর, শিবিকা>জঁজাল, আচমন>স্নান বা হাত-পা ধোওয়া, অসূয়া>অপকারেচ্ছা)


"জীবনের ধারাপাত"-দ্বিতীয় খন্ড


অহিত সাধনে ছল সে রোদনে বিবাদ ও বিসংবাদে
লুটিবারে ধন, মন প্রাণ কায়-বিঁধেছি সকলি ফাঁদে।
বুঝি নাই মন বিড়ম্বনায়-নিহিত সে কাল গতি
আসিতেছে ধায় প্রবলো প্রতাপে নিরিখেতে অধিপতি।


তূর্য তাহারি নিনাদে গগনে; নীরবেতে বায় তরী
অসূয়া যেথায়ে পঙ্কিলতায়ে জড়ায়ে সকলি অরি।
দৃষ্টি তাহারি বিশ্ব অরূপ, সৃষ্টি সে তার বিনে!
তাহারে সাধিতে সাধ্য কী হায়-কর্ম অর্বাচীনে!


বিলাসে ব্যসনে স্খলনেতে অধঃ-ফেলায়ে পঙ্খ ভুজে
ন্যায় নীতি তায় বর্জনে গীত, গিয়াছি মানিক খুঁজে।
আপনার ধ্যানে আপনি বিখারে বিলাসে বেঁধেছি প্রাণ
মানি নাই তায় স্থপতি তাহারি-গাহি নাই তার গান।


আজিকে দোদুলে দুলেছি তাহারি, বক্র হাসিতে তার
বিরূপ সে তার বিধানে সদনে-নিহারিতে বারে বার।
প্রকটে তাহারি অনুভবে আজ-হেরিনু আপনি ক্ষতো
জীবনের খাত আদি ধারাপাত-লইনু মানব ব্রত।......... (চলবে)


অধিপতি>মালিক এখানে ঈশ্বর, তূর্য>শিঙা, অরি>শত্রু, শত্রুতা, অর্বাচীন>মূর্খ,মূর্খতাপূর্ণ